ও মাই গড (OMG) কিংবা পিকে (PK) ছবি এই বার্তা বারবার উঠে এসেছে বলিউডের পর্দায়। ঈশ্বরের প্রার্থনা করার নামই যে পরিমাণ অর্থ মানুষ ভক্তি ভরে ব্যয় করে থাকেন, তা সবটাই ‘অপচয়’। দুধ, ঘি, তেল এগুলি যদি গরীব, না খেতে পাওয়া মানুষ সামান্য পরিমাণেও পেতেন, তবে হয়তো অনেকে প্রাণ বাঁচাতে পারতো…। এই বার্তা দিয়েছিল আমির খানের ছবি ‘পিকে’। এই একইভাবে ভগবান দর্শন নিয়ে কড়া ভাষায় চিত্রনাট্য তৈরি করেছিল ‘ও মাই গড’ ছবি। এবার আসছে ‘ও মাই গড টু’, এই ছবিগুলোর মূলে থাকা বিষয়বস্তুই হল ভক্তি ও ভক্তির নামে অন্ধবিশ্বাস, এই দু’য়ের ফারাক স্পষ্ট করে দেওয়া। যে প্রসঙ্গে প্রশ্ন তুলে রীতিমতো বিতর্কের কেন্দ্র নাম লিখিয়ে ছিলেন অভিনেতা অক্ষয় কুমার।
‘ও মাই গড’ ছবির প্রচারের সময় অক্ষয় কুমার এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন। সেদিন তাঁকে বলতে শোনা যায়, কেন এত নষ্ট করা হচ্ছে, মন্দিরে গিয়ে দেখেছেন তিনি, দুধ তেল কতটা অপচয় হচ্ছে। তাঁর কথায় নিত্যদিন খবরে শোনা যায় গরিব চাষিরা খাবারের অভাবে মারা যাচ্ছেন। তাঁদের পাশে দাঁড়ানোর উপদেশ দিয়েছিলেন অক্ষয়। ABP-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘কেন আপনারা এই পরিমাণ দুধ, তেল ভগবানের নামে নষ্ট করেন? কোথায় লেখা আছে, ভগবান বলেনেন, আমায় দুধ দাও, হনুমানজি বলেছেন আমায় তেল দাও। আমি বুঝতে পারি না, কেন এত নষ্ট। অথচ একই সময় শোনা যায় কৃষকেরা টাকা, খাবারের অভাবে মারা যাচ্ছেন। তাঁদের হাতে তুলে দিন। আমি মন্দিরে গিয়ে দেখেছি, কতটা নষ্ট হয়।’
অক্ষয় কুমার তাঁরে মন্তব্য মাধ্যমে যে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, তা এক শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করলেও অনেকেই আবার বেজায় চটে গিয়েছিল এই ভিডিয়ো ছড়িয়ে পড়তে। রাতারাতি ভাইরাল হয়ে যায় এই সাক্ষাৎকার। তীব্র কটাক্ষের শিকারও হতে হয় তাঁকে। যদি অক্ষয় কুমার এবারও তেমনই এক বার্তা নিয়ে ছবি প্রকাশ্যে আনতে চলেছেন। ছবির নাম ‘ও মাই গড টু’। তবে এবার তিনি কোন প্রশ্ন তুলতে চলেছেন বা কোন বার্তা দিতে চলেছেন, তা এখনও অধরা।