OMG 2: সেন্সর বোর্ডে পৌঁছতেই বিপত্তিতে অক্ষয়ের ‘OMG 2’, প্রশ্নের মুখে ছবির ভবিষ্যত

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 13, 2023 | 11:44 AM

Controversy: কীভাবে এই ছবি পেল ছাড়পত্র? বারবার কটাক্ষের মুখে পড়া সেন্সর বোর্ড এবারও চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে OMG 2-কে কেন্দ্র করে। কাঠগড়ায় OMG 2।

OMG 2: সেন্সর বোর্ডে পৌঁছতেই বিপত্তিতে অক্ষয়ের OMG 2, প্রশ্নের মুখে ছবির ভবিষ্যত

Follow Us

সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘আদিপুরুষ’ নিয়ে বিভিন্ন মহলে চর্চা এখনও চলছে। হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবির বিরুদ্ধে। তবে এর দায় ঠিক কার ওপর বর্তায়? যদি ছবির প্রযোজক-পরিচালক ভবিষ্যৎ অনুমান করতে অপারগ হন, তাহলে পরিণতি কী হবে? এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই বিতর্কের বিষয়। আর সেই বিতর্ক আলোচনার বৃত্তে উঠে আসার পর পদক্ষেপ করতে হয় সেন্সর বোর্ড (Central Board of Film Certification)-কে। কোন ছবি পারিবারিক, কোন ছবি প্রাপ্তবয়সীদের জন্য, সবটাই স্থির করে দেয় এই বোর্ড। ছবির চিত্রনাট্য থেকে সংলাপ, দৃশ্য, ইচ্ছেমতো কাঁচি চালানোর অধিকারও রয়েছে এই বোর্ডের। তবে সব ক্ষেত্রেই কি এই সেই ক্ষমতা ব্য়বহার করে এই বোর্ড? কোথাও কি খামতি থাকে? এসব প্রশ্নই আরও একবার যেন সামনে চলে এল OMG 2-এর টিজ়ার রিলিজ়ের পর।

কীভাবে এই ছবি পেল ছাড়পত্র? বারবার কটাক্ষের মুখে পড়া সেন্সর বোর্ড এবারও চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে OMG 2-কে কেন্দ্র করে। কাঠগড়ায় OMG 2। অক্ষয় কুমার অভিনীত এই ছবির প্রথম পর্বে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং মানুষের অন্ধবিশ্বাসকে কেন্দ্র করে যে প্রশ্ন তুলেছিল, তা রীতিমতো তর্জার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। সাধারণ মানুষের কাছে যা ঈশ্বর ভক্তির জন্য ব্যয়, আহুতি, তাকে স্পষ্টভাষায় ‘অপচয়’-এর তকমা দিতে গিয়ে জল ঘোলা হয়েছিল সেবার। এবার পালা ছবির দ্বিতীয় পর্বের।

অক্ষয় কুমার অভিনীত OMG 2 ছবি এবার সেন্সরের আতস কাচের তলায়। ছবির স্ক্রিনিং-এর পর তাতে কোপ বসাল বোর্ড।  তাহলে কি প্রাথমিক পর্যায়ে ছাড়পত্র পায়নি এই ছবি, উঠেছে প্রশ্ন। এবার আর কোনও দায় নিজের কাঁধে নিল না বোর্ড, উল্টে ছবি খতিয়ে দেখার জন্য তা রিভিশন কমিটিতে (Revision Committee) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও বোর্ডের তরফে এই ছবির প্রযোজককে শো-কজ নোটিস পাঠানো হয়নি। তবে OMG 2-তে সমস্যা যে কিছু তৈরি হয়েছে, তা রিভিশন কমিটিতে পাঠানোর সিদ্ধান্তেই একপ্রকার স্পষ্ট। Times of India-য় প্রকাশিত খবর অনুযায়ী, এক বিশ্বস্ত সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ”এখনও পর্যন্ত তেমন কোনও সমস্যা দেখা দেয়নি। সেন্সর বোর্ডে ছবি নিয়ে আলোচনা চলছে।” ঈশ্বর বিশ্বাস এক স্পর্শকাতর বিষয়, সেই সংক্রান্ত বিষয়ে বার্তা দিতে গিয়ে যদি কাহিনি বা চিত্রনাট্যের নির্মাণে কোনও খামতি থেকে যায়, তা থেকে অনেক বড়মাপের সমস্যা সৃষ্টি হতে পারে। তাই-ই এই ছবিকে ছাড়পত্র দেওয়ার আগে বেশ কিছু অংশ পরিবর্তন করার জন্য রিভিশন বোর্ডের কাছে পাঠানো হচ্ছে বলেই অনুমান সিনে-বিশেষজ্ঞদের।

Next Article