ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অভিযোগ নতুন নয়। কাজ পাইয়ে দেওয়ার নামে নবাগতদের হেনস্থার অভিযোগ উঠেছে বারেবারেই। এবার এ নিয়ে মুখ খুললেন শাহরুখ খানের নায়িকা ‘কভি হাঁ কভি না খ্যাত’ অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। সুচিত্রা জানিয়েছেন, একবার এক বিখ্যাত পরিচালক-প্রযোজক তাঁকে হোটেলে রাত কাটানোর ‘অফার’ দেন। সুচিত্রা জানান, তিনি এতটাই ছোট ছিলেন যে পরিচালক ঠিক কী বলতে চাইছেন, তা প্রথমটায় বুঝতেও পারেননি তিনি।
সুচিত্রার অভিজ্ঞতা তাঁর বয়ানে
“এক প্রযোজক-পরিচালকের সঙ্গে দেখা হলে তিনি আমায় জিজ্ঞাসা করেন, ‘আপনি কার বেশি আপন, মায়ের নাকি বাবা?’ আমায় হোটেলে আসতে বলেন, সে সময় কাজের জন্য হোটেলে সবাই যেতেন। কথা বলতে , আলোচনা করতে…। আমি তাঁকে জানাই বাবার বেশি কাছের আমি। তখন উনি আমায় বলেন, “বাবা কে বল, আমি কাল সকালে তোমাকে বাড়ি পৌঁছে দেব।” এমন প্রস্তাব প্রথমটায় না বুঝতে পারলেও, কিছুক্ষণ পরেই সুচিত্রা বুঝে ফেলেন ইঙ্গিত। প্রায় কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যান। তাঁর কথায়, “কী হচ্ছে বুঝতে সময় লেগে যায়। পরে শুধু মনে হয়েছে, ওই দিন তিনি কী করতে চাইছিলেন। কিন্তু হ্যাঁ, এই সব হয়। তবে এখন সামাজিক মাধ্যমকে ধন্যবাদ, ওই সব লোকের মুখোশ খুলে দেওয়া সম্ভব হয়েছে।”
শুধু শাহরুখই খানই নন, বিজয় রাজ, মনোজ পাওয়া, সুমিতা গুলাটির সঙ্গেও কাজ করেছেন তিনি। এর আগে পরিচালক শেখর কাপুরের সঙ্গে বিয়ে হয় তাঁর। যদিও ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের এক সন্তান রয়েছে। নাম কাবেরী কাপুর।