‘সেলেবল’ নন বলে সানি দেওলকে যশরাজ ফিল্মস পৃথ্বিরাজ চরিত্রের জন্য কাস্ট করতে রাজি হয়নি। অথচ ছবির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিদেবী পাঁচ আগে থেকে যখ এই চরিত্রটি নিয়ে ভেবেছেন, তখন থেকে কথা বলে রেখেছিলেন সানি দেওলের সঙ্গে। কিন্তু প্রযোজনা সংস্থার সামনে তাঁর ইচ্ছে ধোপে টেকেনি। ফল অক্ষয় কুমার (Akshay Kumar) ঢুকে গেলেন সম্রাট পৃথ্বিরাজ (Samrat Prithviraj) রূপে। প্রযোজক আদিত্য চোপড়া যা ভেবেছিলেন, তা কিন্তুর এবার মিলল না। অক্ষয় পারলেন না ছবি বিক্রি করতে। এটা বলছে ছবির বক্স অফিস ব্যবসা। প্রথম দিন তাঁর ছবির কালেকশন খুব খারাপ ছিল। তবে উইকেন্ডে মানে শনি-রবিবার সংখ্যাটা একটু বেড়েছিল। কিন্তু সোমবার হতেই অবস্থা আবার আগের মতো। সকালের শোতে দর্শক না হওয়ায় একটি সিনেমা হলে শো বাতিল করে দেওয়া হয়। এমনই খবর রয়েছে।
পঞ্চম দিনে অবস্থার অবনতি হয়। সম্রাট পৃথ্বিরাজ ছবির প্রথম দিনের কালেকশন ১০.৭০। শনি-রবিবার যথাক্রমে এই সংখ্যাটি ছিল ১২.৬০ আর ১৬.১০। তিনদিনে ছবি ব্যবসা করেছে ৩৯.৪০ কোটি টাকা। শনি-রবিবারে কালেকশন দেখে আন্দাজ করা হচ্ছিল ছবি হয়তো আস্তে আস্তে দর্শককে সিনেমা হলে টানছে। সোম-মঙ্গলবার চিত্রটি বদল হওয়ার আশা করেছিল প্রযোজক সংস্থা। কিন্তু কোনও লাভ হয়নি। ভাল হওয়ার বদলে সিনেমার শো-ই বন্ধ করে দিতে হল দর্শক না হওয়ার কারণে। শোনা যাচ্ছে, একজন দর্শক ছিলেন সকালের শোতে।
অন্যদিকে দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া কার্তিক আরিয়ানের ছবি ‘ভুল ভুলাইয়া ২’ উইকেন্ডে ব্যবসা দিয়েছিল ৫৫ কোটি টাকা। অক্ষয়ের ছবি ‘ভুল ভুলাইয়া’-এর সিক্যুয়েল এই ছবি। দ্বিতীয় সপ্তাহ পর কার্তিকের ছবি ২০০ কোটি ক্লাবে ঢুকে পড়ছে। অক্ষয়ের ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে কমল হাসান অভিনীত ‘বিক্রম’ ছবি। সেই ছবিও ২০০ কোটি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণ-বলিউড দুজনের থেকে পিছিয়ে গেল অক্ষয়ের ছবি।
ছবি মুক্তির আগে প্রথমে গুর্জর সম্প্রদায় জানিয়েছিল পৃথ্বিরাজ রাজস্থানের নন, গুর্জর সম্প্রদায়ের ছিলেন। তারপর আবার কারনী সেনার দাবি ছিল শুধু পৃথ্বিরাজ নয় (প্রথমে তাই ছিল), সম্রাট পৃথ্বিরাজ চৌহান রাখতে হবে। পরিচালক-প্রযোজক দাবি মেনে ছবির নাম বদল করে রাখে সম্রাট পৃথ্বিরাজ। মুক্তির আগে সিনেমাটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের জন্য। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে ছবি করমুক্ত করা হয়। এত কিছু সত্ত্বেও শেষরক্ষা হল না। ছবির কালেকশন যদি এমন নিম্নগামী হয়, তাহলে ছবির বাজেট (প্রায় ২০০ কোটি)উঠবে না বলেই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। এই সপ্তাহে মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ান-কিয়ারা আডবাণীর ছবি যুগ যুগ জিও। যদি এই ছবি দর্শক পছন্দ করে নেয়, তবে অক্ষয়ের ছবির অবস্থা খারাপ হবে। বচ্চন পাণ্ডের পর আবার এই বছর অক্ষয় ফ্লপের মুখ দেখতে চলেছেন।