Kangana Ranaut: আবার মুখ খুলেছেন কঙ্গনা, এবার তিনি পাশে দাঁড়ালেন বিজেপির বরখাস্ত মুখপাত্র নুপূর শর্মার

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jun 08, 2022 | 5:08 PM

Kangana Ranaut: বিতর্কের জেরে বিজেপি নুপূরকে বরখাস্ত করেন। শুধু তাঁকেই নয়, বিজেপি দিল্লি ইউনিটের মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছেন একই অপরাধে।

Kangana Ranaut: আবার মুখ খুলেছেন কঙ্গনা, এবার তিনি পাশে দাঁড়ালেন বিজেপির বরখাস্ত মুখপাত্র নুপূর শর্মার
কঙ্গনা রানাওয়াত

Follow Us

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) পাশে দাঁড়ালেন বিজেপির বরখাস্ত মুখপাত্র নুপূর শর্মার। রবিবার বিজেপির তরফ থেকে নুপূরকে বরখাস্ত করা হয়। তিনি নবী মহম্মদকে নিয়ে একটি বিতর্কসভায় আপত্তিকর মন্তব্য করেন। এই নিয়ে দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে। এমনকি সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়দার তরফ থেকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া মুম্বই, উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাটে আত্মঘাতী হামলা চালানোর কথাও বলা হয়। এই সব বিতর্কের জেরে বিজেপি নুপূরকে বরখাস্ত করেন। শুধু তাঁকেই নয়, বিজেপি দিল্লি ইউনিটের মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছেন একই অপরাধে। মঙ্গলবার কঙ্গনা নিজের সোশ্যাল মিডিয়ায় নুপূরের পাশে দাঁড়িয়েছেন। তাঁকে সমর্থন করে বলেছেন, “তিনি নিজের মতামত দেওয়ার অধিকারী”।

 

অন্যদিকে নুপূরকে বিভিন্ন জায়গা থেকে খুনের হুমকিও আসছে। কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে, শর্মার বিরুদ্ধে মৃত্যুর হুমকিরও নিন্দা করেছেন। এবং প্রায় ১০ দিন আগে একটি টিভি বিতর্কের সময় তিনি যে মন্তব্য করেছিলেন তাঁর জন্য তাঁকে দায়ী করতে চাইলে লোকেদের আইনি পথ নিতে অনুরোধ করেছেন তিনি। প্রাণনাশের হুমকি দেওয়া ঠিক নয় বলেই মনে করেন ‘ধাকড়’ নায়িকা।

কঙ্গনা তাঁর পোস্টে লিখেছেন, “নুপূর তাঁর মতামত দেওয়ার অধিকারী। আমি তাঁকে লক্ষ্য করে সব ধরণের হুমকি দেখতে পাচ্ছি, যখন হিন্দু দেবতাদের অপমান করা হয়, যা তাঁরা প্রায় প্রতিদিনই করে থাকেন। আমরা আদালতে যাই, অনুগ্রহ করে তাই করুন, নিজেদের ডন না ভেবে…(স্যার)”। তিনি আরও যোগ করেছেন “… এটি আফগানিস্তান নয়, আমাদের একটি সঠিক কার্যকরী সরকার রয়েছে যা গণতন্ত্র নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে… যাঁরা তা ভুলে যাচ্ছেন তাঁদের জন্য আর একবার মনে করিয়ে দিচ্ছি”।

রানাওয়াতের বিবৃতিটি দিল্লি পুলিশ শর্মা এবং তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার কয়েক ঘন্টা পরে এসেছে যখন তিনি অভিযোগ করেছেন যে তিনি হুমকি পেয়েছেন এবং তাঁর মন্তব্যের জন্য হয়রানি করা হচ্ছে। মুসলিম গোষ্ঠীগুলির বিক্ষোভ এবং কুয়েত, কাতার এবং ইরানের মতো দেশগুলির তীব্র প্রতিক্রিয়ার মধ্যে, বিজেপি একটি বিবৃতি জারি করে জোর দিয়ে বলে যে দল সমস্ত ধর্মকে সম্মান করে এবং যে কোনও ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননার তীব্র নিন্দা করে৷

শর্মা এবং জিন্দালের মন্তব্য, যা এখন-মুছে ফেলা টুইটগুলো থেকে, এটা করা হয়েছে কারণ আরব দেশগুলোতে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে বিভিন্ন টুইটারব্যবহারকারীরা।

 

 

 

Next Article