অক্ষয় কুমার ভারতীয় সেনাদের নিয়ে যে কোনও অ্যক্টিভিডিতেই তাঁদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। এবার দিওয়ালিতেও তিনি পরিবারের থেকে দূরে সেনাদের সঙ্গে কাটালেন সময়। অতীতেও এই ছবি দেখা গিয়েছে। অক্ষয় কুমার জানান, তাঁর বাবা ভারতীয় আর্মিতে ছিলেন, সেই থেকেই তাঁর সঙ্গে এই উর্দির গভীর সম্পর্ক বর্তমান। অক্ষয় কুমার প্রথম থেকেই জানিয়ে ছিলেন ভারতীয় সেনাদের সঙ্গে সময় কাটাতে, তাঁদেরকে একটা দিন আনন্দ দিতে তাঁর ভালই লাগে। তাই এবার দিওয়ালি উপলক্ষ্যে তিনি পৌঁছে গেলেন সেনাদের ক্যাম্পে। সারাদিন সেখানেই কাটালেন সময়। সকলের সঙ্গে নানান কাজে হাতও লাগালেন। বিভিন্ন কাজ সেখানে কীভাবে হয় দাঁড়িয়ে দেখলেন, কিছু কাজ শিখলেন, কিছু কাজে হাতও লাগালেন। এভাবেই অক্ষয় কুমার সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিলেন।
সেই ছবি থেকে শুরু করে ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলেই প্রশংসায় পঞ্চমুখ। অক্ষয় কুমার স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন তিনি বরাবরই সেনাদের সঙ্গে একটা দিন কাটানোর সময় পেলে তা করে থাকেন। জয় জওয়ান ছবির স্টার অক্ষয় কুমারকে দেখে অনেকেই বেশ খুশি। বিশেষ দিনে পরিবারের কাছে থাকতে না পারা জওয়ানদের আনন্দ দেওয়াটাও আমাদেরই কাজ। আর তাই আলোর উৎসবে সারাটা দিন অক্ষয় কুমার তাঁদের সঙ্গে কাটিয়ে নিলেন। অক্ষয় কুমারের পাইপলাইনে এখন একগুচ্ছ কাজ। একের পর এক ছবি সম্প্রতিতে ফ্লপ হলেও অক্ষয় কুমার দাবি করেন, তিনি এই নিয়ে চিন্তিত নন। কারণ একটাই, তিনি এখন হিট হওয়ার জন্য ছবি করেন না, যে ছবি দর্শকদের দেখা প্রয়োজন, একমাত্র সেই ছবিগুলোই সমাজের উন্নতির জন্য নাকি করার পরিকল্পনা করেছেন তিনি।