পৃথ্বীরাজ চৌহান, ভারতের অন্যতম বীর এই রাজপুত রাজাকে কেন্দ্র করে রয়েছে নানা কাহিনী, নানা আবেগ। ইতিহাসের পাতা থেকে সেই রাজপুত রাজার বীরগাঁথাই আসছে বড় পর্দায়। নামভূমিকায় অক্ষয় কুমার। কিন্তু টিজার মুক্তি পেতেই এ কী? খিলাড়ি কুমারকেই ট্রোল হতে হল তাঁর ভক্তদের কাছেই!
সোমবারেই মুক্তি পেয়েছে ওই ছবির টিজার। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছে সোনু সুদ, সঞ্জয় দত্তের মতো নামজাদা অভিনেতারা। টিজারে ভিএফএক্স ব্যবহারে কার্পণ্য করেনি প্রযোজনা সংস্থা। সাজসজ্জাও বেশ নিখুঁত। তবু অক্ষয় কুমারের লুক পছন্দ হয়নি নেটিজেনদের একটা বড় অংশের। তাঁরা প্রকাশ্যেই ইউটিউবের কমেন্ট সেকশনে জানিয়েছেন, পৃথ্বীরাজের বেশে অক্ষয়কে নাকি দেখতে লাগছে খানিক বালার মতো।
বালা হল হাউজফুল নামক এক ফ্লপ ছবির এক কমেডি চরিত্র। ওই চরিত্রেও অভিনয় করেছিলেন অক্ষয় কুমারই। একজন লিখেছেন, “রাজার চোখে যে দৃঢ়তা থাকে, তা তো অক্ষয়ের মুখে দেখতে পেলাম না। মনে হচ্ছে যেন বালাকে দেখছি রাজাকে নয়।” আর একজন লিখেছেন, “আমি অক্ষয় ভক্ত, তাঁর কোনও ছবিই বাদ দিই না। কিন্তু পৃথ্বীরাজ চৌহান আমাদের দেশের গর্ব। তাই ভক্ত হয়েও লিখছি ওই চরিত্রে শাহিদ কাপুর অথবা রণবীর সিংকে নিলেই ভাল হতো।” ট্রোল্ড হয়েছেন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারও। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ হচ্ছে তাঁর। টিজারে তাঁর কয়েক সেকন্ডের উপস্থিতি দর্শকরা মনে করেছেন, তিনি অসম্ভব সুন্দরী এ কথা ঠিক, কিন্তু বড্ড প্রাণহীন। তবে প্রশংসিত হয়েছে সোনু সুদের লুক। মানানসই সঞ্জয় দত্তও।
আরও পড়ুন- Soumitra-Shiboprasad: কবে মুক্তি পাবে ‘বেলাশুরু’? জানালেন পরিচালক শিবপ্রসাদ, ভাসলেন নস্ট্যালজিয়ায়
ট্রোল্ড হলেও অক্ষয় অবশ্য আশাবাদী। পৃথ্বীরাজের চরিত্রে নিজেকে সঁপে দিয়েছেন তিনি, জানাচ্ছেন অভিনেতা। তাঁর জীবনকাহিনীও মুগ্ধ করেছে তাঁকে। ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। প্রযোজনায় যশরাজ ফিল্মস। আগামী বছর জানুয়ারির ২১ তারিখ মুক্তি পেতে চলেছে এই ছবি।
পৃথ্বীরাজ চৌহান, ভারতের অন্যতম বীর এই রাজপুত রাজাকে কেন্দ্র করে রয়েছে নানা কাহিনী, নানা আবেগ। ইতিহাসের পাতা থেকে সেই রাজপুত রাজার বীরগাঁথাই আসছে বড় পর্দায়। নামভূমিকায় অক্ষয় কুমার। কিন্তু টিজার মুক্তি পেতেই এ কী? খিলাড়ি কুমারকেই ট্রোল হতে হল তাঁর ভক্তদের কাছেই!
সোমবারেই মুক্তি পেয়েছে ওই ছবির টিজার। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছে সোনু সুদ, সঞ্জয় দত্তের মতো নামজাদা অভিনেতারা। টিজারে ভিএফএক্স ব্যবহারে কার্পণ্য করেনি প্রযোজনা সংস্থা। সাজসজ্জাও বেশ নিখুঁত। তবু অক্ষয় কুমারের লুক পছন্দ হয়নি নেটিজেনদের একটা বড় অংশের। তাঁরা প্রকাশ্যেই ইউটিউবের কমেন্ট সেকশনে জানিয়েছেন, পৃথ্বীরাজের বেশে অক্ষয়কে নাকি দেখতে লাগছে খানিক বালার মতো।
বালা হল হাউজফুল নামক এক ফ্লপ ছবির এক কমেডি চরিত্র। ওই চরিত্রেও অভিনয় করেছিলেন অক্ষয় কুমারই। একজন লিখেছেন, “রাজার চোখে যে দৃঢ়তা থাকে, তা তো অক্ষয়ের মুখে দেখতে পেলাম না। মনে হচ্ছে যেন বালাকে দেখছি রাজাকে নয়।” আর একজন লিখেছেন, “আমি অক্ষয় ভক্ত, তাঁর কোনও ছবিই বাদ দিই না। কিন্তু পৃথ্বীরাজ চৌহান আমাদের দেশের গর্ব। তাই ভক্ত হয়েও লিখছি ওই চরিত্রে শাহিদ কাপুর অথবা রণবীর সিংকে নিলেই ভাল হতো।” ট্রোল্ড হয়েছেন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারও। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ হচ্ছে তাঁর। টিজারে তাঁর কয়েক সেকন্ডের উপস্থিতি দর্শকরা মনে করেছেন, তিনি অসম্ভব সুন্দরী এ কথা ঠিক, কিন্তু বড্ড প্রাণহীন। তবে প্রশংসিত হয়েছে সোনু সুদের লুক। মানানসই সঞ্জয় দত্তও।
আরও পড়ুন- Soumitra-Shiboprasad: কবে মুক্তি পাবে ‘বেলাশুরু’? জানালেন পরিচালক শিবপ্রসাদ, ভাসলেন নস্ট্যালজিয়ায়
ট্রোল্ড হলেও অক্ষয় অবশ্য আশাবাদী। পৃথ্বীরাজের চরিত্রে নিজেকে সঁপে দিয়েছেন তিনি, জানাচ্ছেন অভিনেতা। তাঁর জীবনকাহিনীও মুগ্ধ করেছে তাঁকে। ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। প্রযোজনায় যশরাজ ফিল্মস। আগামী বছর জানুয়ারির ২১ তারিখ মুক্তি পেতে চলেছে এই ছবি।