Bolly News: রাতের অন্ধকারে সঙ্গীকে চুমু! সমকামী সম্পর্কে অক্ষয়ের ছেলে?
Bolly News: জন্ম ১৫ সেপ্টেম্বর ২০০২... এই মুহূর্তে ২১ বছর বয়স তাঁর। পড়াশোনা করেন বিদেশে। বলিউডের সঙ্গে তাঁর সেভাবে যোগ নেই বললেই চলে। কথা হচ্ছে আরভ ভাটিয়ার। তাঁর বাবা-মা দু'জনেই বলিউডে 'বিগশট'। চেনেন না হেন লোক নেই।

জন্ম ১৫ সেপ্টেম্বর ২০০২… এই মুহূর্তে ২১ বছর বয়স তাঁর। পড়াশোনা করেন বিদেশে। বলিউডের সঙ্গে তাঁর সেভাবে যোগ নেই বললেই চলে। কথা হচ্ছে আরভ ভাটিয়ার। তাঁর বাবা-মা দু’জনেই বলিউডে ‘বিগশট’। চেনেন না হেন লোক নেই। এই আরভ কুমারকে নিয়ে বিগত বেশ কিছু সময় ধরে চারিদিকে নানা চর্চা। ফিসফাস, তিনি নাকি সমকামী। তা নিয়ে নানা মন্তব্য। কে এই আরভ ভাটিয়া? তিনি আর কেউ নন অক্ষয় কুমার ও টুইঙ্কর খান্নার একমাত্র ছেলে। বিগত বেশ কিছু সময় আগে এক ছবি ভাইরাল হয়। সেই খানে দেখা যায় এক রাত পার্টি পুরুষসঙ্গীকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাচ্ছেন এক তরুণ। অনেকেই দাবি করেন, ওই তরুণ আর কেউ নন, অক্ষয়ের সন্তান। চেহারার সঙ্গে একাধিক মিলও খুঁজে বের করেন তাঁরা। সে সময় এই নিয়ে বেশ চর্চা হয়েছিল। যদিও অক্ষয় বা টুইঙ্কল এই নিয়ে কোনওদিনই কোনও মন্তব্য করেননি।
এমনকি এখনও পর্যন্ত আরভকেও নিজের জীবন নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি। নিজের মতো থাকতেই পছন্দ করেন তিনি। পাপারাৎজি, লাইমলাইট দুইই এড়িয়ে চলেন। পড়াশোনা করছেন জোরকদমে। এখনও পর্যন্ত বলিউডে পা রাখার কোনও ইচ্ছে নেই বলেই শোনা যায়।
View this post on Instagram





