আর কিছুদিনের মধ্যেই হয়তো আসতে সেই সুখবর, যার জন্য অপেক্ষায় গোটা দেশ। আলিয়া ভাটের মেয়ে হবে না ছেলে, জানতে চান অনেকেই। দিন কয়েক আগেই মুম্বইয়ের বাস্তুবাড়িতে সাধের অনুষ্ঠান পালিত হয় আলিয়া ভাটের। কাপুর ও ভাট পরিবার মিলে মিশে পালন করে সেই সাধ। অতিথি তালিকা ছিল বেশ লম্বা। ভিগন খাবার ছিল সাধের মেনুতে। এদিকে আলিয়ার ডেলিভারি ডেট যত এগিয়ে আসছে, ততই খাবারের প্রতি তাঁর ক্রেভিংস বাড়ছে।
কিছুদিন আগেই আলিয়া পিৎজ়া খেতে চেয়েছিলেন বলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁকে মনের মতো পিৎজ়া পাঠিয়েছিলেন শিল্পা শেট্টি। এবার অভিনেত্রীর খেতে ইচ্ছা করেছে চাট। বোন শাহিনের সঙ্গে ফুচকা, পাপড়ি চাট খেলেন চেটেপুটে। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সেই ছবিও। দেখে রীতিমতো লোভ দিয়েছেন তাঁর অনুরাগীরা। বলেছেন, ‘কী মনোরম খাদ্য। ওয়াও!’ নিজের হাতে একটি ফুচকা তুলে ধরে আলিয়া লিখেছেন, ‘ফুচকার শক্তি’। অন্যদিকে ঝুড়িভাজা ছড়ানো পাপড়ি চাট লোভনীয়।
২০২২ সালের ১৪ এপ্রিল দীর্ঘদিনের প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। বিয়ের ২ মাসের মধ্যেই গোটা দুনিয়াকে তিনি জানালেন যে, তিনি মা হতে চলেছেন। আল্ট্রা সোনোগ্রাফি রুম থেকে ছবি শেয়ার করেন আলিয়া। সেই ছবি দেখে অনেকে অবাকও হয়েছেন। খবরের শিরোনামে চলে আসে সেই ছবি।
নিজের প্রেগন্যান্সিতে প্রচুর কাজ করেছেন আলিয়া ভাট। শুটিং করেছেন কেরিয়ারের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর। মুক্তি পেয়েছে ‘আরআরআর’, ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তি পেয়েছে তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’ও। গোটা প্রেগন্যান্সিতে বসে থাকতে দেখা যায়নি কুইনকে। অনেকের অনুপ্রেরণা হয়ে উঠেছেন অভিনেত্রী।