অমিতাভ বচ্চন, এই নামটা শোনা মাত্রই হাজার হাজার ভক্তের মনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। সিঙ্গল স্ক্রিন, হাউসফুল, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ছবির খবর, পোস্টারে মালা আর টিকিটের লম্বা নলাইন, খুব চেনা ছবি ছিল ৬০ থেকে ৯০-এর দশকের। তখন প্রিয় অভিনেতার ছবি মানেই সিনেমাহলে ভক্তদের দাপট। গানের তালে নাচ, কেউ ছুঁড়ছেন টাকা, কেউ ছুঁড়ছেন ফুল, কেউ আবার অবিকল অভিনেতার মতো বলে চলেছেন ছবির ভাইরাল হওয়া সংলাপ। অমিতাভ বচ্চনের ছবি মানেই একটা সময় ভক্তদের মাঝে এমনি চেনা ছবি প্রকাশ্যে উঠে আসতে দেখা যেত। সেই পুরোনো ব্লকবাস্টার স্মৃতি এবার ফেরালেন অভিনেত্রী শাবানা আজমি।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ডন ছবি চলাকালিন হল থেকে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো। তখন সকলের হাতে ভিডিয়ো ফোন থাকত না। ফলে এই ভিডিয়ো বেশ দুর্লভ। সেই কারণেই এদিন শাবানা আজমির সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে অমিতাভ ভক্তদের ভিড়। প্রত্যেকেই স্পষ্টই প্রশংসা করে বিগ বির। বলিউডের শেহনশাহ বলে কথা। অমিতাভ বচ্চনের এই লুক পলকে নজর কাড়ে সিনেপ্রেমিদের।
আরে দিওয়ানো ছবির গানে নাচতে থাকেন সকলে। প্রেক্ষাগৃহে আসন ছেড়ে উঠে পড়েন দর্শকেরা। সেই ভিডিয়ো এখন অমিতাভ ভক্তদের হাতে হাতে ভাইরাল। অমিতাভ বচ্চনের রাত পোহালেই ৮০-তে পা। এখনও বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন তিনি। একের পর এক ছবিতে অনবদ্য অভিনয় আজও বক্স অফিসের জন্য এক বারতি পাওনা। শেষ মুক্তি পাওয়া ছবি গুগবাই, বিপরীতে ছিলেন রশ্মিকা মন্দানা। ব্রহ্মাস্ত্র ছবিতেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।