Amitabh Bachchan In Kolkata: অমিতাভ বচ্চনের সঙ্গে কলকাতার আত্মিক টান, শুরু দিনে কত টাকায় কাটিয়েছেন এই শহরে জানলে অবাক হবেন

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Oct 11, 2022 | 11:48 AM

Amitabh Bachchan In Kolkata: এই শহরের মানুষ যেমন তাঁর কণ্ঠকে করেছিল বাতিল, আবার এই শহরের মানুষই তাঁর ব্যারিটোন গলাকে চিনিয়েছিল সিনেমা জগতের সঙ্গে।

Amitabh Bachchan In Kolkata: অমিতাভ বচ্চনের সঙ্গে কলকাতার আত্মিক টান, শুরু দিনে কত টাকায় কাটিয়েছেন এই শহরে জানলে অবাক হবেন
কলকাতা শহরে কত টাকা পারিশ্রমিকে দিন কাটিয়েছেন অমিতাভ বচ্চন

Follow Us

কলকাতার (Kolkata) সঙ্গে একটা আত্মিক যোগাযোগ রয়েছে অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan) । নিজেকে কলকাতার জামাই বলে থাকেন অমিতাভ  জয়া ভাদুড়িকে বিয়ে করার পর। কিন্তু বিয়ের আগে তিনি তাঁর প্রথম জীবনও কাটিয়েছেন এই শহরেই। ৮০তম জন্মদিনে ফিরে দেখা কেমন ছিল তাঁর সেই কাটিয়ে যাওয়া দিন। এই শহরেই আকাশবাণী থেকে তাঁকে শুনতে হয়েছিল, এই গলা কোনও কাজের নয়। পরে সেই ব্যারিটন গলাই আসমুদ্র হিমাচলের মানুষকে করেছে মুগ্ধ। তবে প্রথমে তিনি কাজ করতে একটি ব্রিটিশ কোম্পানিতে। এই শহরে দো আনজানে, ইয়ারানা, দ্য লাস্ট লিয়র আর পিকু ছবির শুটিং করেছেন। এই শহরেই তিনি মুর্তিতে পুজিত হন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথিরূপেও এসেছেন তিনি অনেকবার।

ভারতীয় সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু এই সাফল্যের আগে যখন তিনি কলকাতা শহরে একটি ব্রিটিশ কোম্পানিতে কাজ করতেন, কেমন ছিল তাঁর জীবন? তিনি একটি মেসে থাকতেন। তাঁর মাসিক রোজগার ছিল ৪ থেকে ৫ টাকা। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও তিনি এই পারিশ্রমিকই পেতেন চাকরি থেকে। যাতায়াত আর ভাড়া দিতে বেশির ভাগ টাকাই শেষ হয়ে যেত তাঁর। ফলে খাবারের জন্য বেশি টাকা থাকত না। তখন ঝালমুড়িই ছিল সম্বল।

এই শহরের মানুষ যেমন তাঁর কণ্ঠকে করেছিল বাতিল, আবার এই শহরের মানুষই তাঁর ব্যারিটোন গলাকে চিনিয়েছিল সিনেমা জগতের সঙ্গে। হ্যাঁ, মৃণাল সেন-ই সেই ব্যক্তি যাঁর ‘ভুবন সোম’ (১৯৬৯) ছবিতে ভয়েজওভার-এর জন্য অমিতাভ বচ্চনের কণ্ঠকে বেছে নিয়েছিলেন একটি অডিশনের মধ্যে দিয়ে। একই বছরে বিগ বি-র প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’ মুক্তি পায়।

তার আগে ১৯৬২ সাল থেকে অমিতাভ কলকাতা শহরে থাকতে শুরু করেন। নানা কাজ পরিবর্তন থেকে থিয়েটার করে শহরটাকে কবেই যেন নিজের করে নেন ৮০ বছরের সুপারস্টার। যিনি অভিনয় জীবনে নিজেকে সময়ের সঙ্গে নানা ভাবে ভেঙেছেন, গড়েছেন। তাল মিলিয়েছেন বিভিন্ন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে। সদ্য তাঁর ছবি ‘গুডবাই’ মুক্তি পেয়েছে। বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে নীনা গুপ্তা তাঁর স্ত্রীর ভূমিকায়। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মনদানা তাঁর মেয়ের ভূমিকায়। এই ছবি দিয়েই রশ্মিকা বলিউডে ডেবিউ করেন। মৃত্যুর পরেও জীবনকে উদযাপন করার গল্প বলে ‘গুডবাই’। এর আগে ১০২ নটআউট ছবিতেও এমনই জীবনের গল্প শুনিয়ে ছিলেন অমিতাভ বচ্চন। আজ তাঁর ৮০তম জন্মদিনে কেবিসির মঞ্চে থাকছে বিশেষ পর্ব। যেখানে আরও গল্প শোনাতে হাজির থাকছেন স্ত্রী জয়া এবং পুত্র অভিষেক বচ্চন।

 

Next Article