Alia Bhatt Viral Video: সদ্য মা হয়েছেন আলিয়া, তার মধ্যেই এ কী করে বসলেন? ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 28, 2023 | 1:58 PM

Alia Bhatt: সেই ভিডিয়ো সামনে আসতেই সকলেই আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ। সদ্য মা হওয়া এই অভিনেত্রী হাতেগুনে মাত্র কয়েক সপ্তাহের ছুটিতে ছিলেন।

Alia Bhatt Viral Video: সদ্য মা হয়েছেন আলিয়া, তার মধ্যেই এ কী করে বসলেন? ভাইরাল ভিডিয়ো

Follow Us

নভেম্বর মাসেই প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। তাঁদের মেয়ে রাহাকে নিয়েই ব্যস্ত এছেন এখন তিনি ও রণবীর। অবসরে পুরো সময়টাই এখন তার। তবে আলিয়া ভাট অন্তঃসত্ত্বা হওয়ার সময় ও পরবর্তীতে কাজ থেকে সেভাবে ছুটি নিলেন না। প্রথম থেকেই শুটিং সেটে নিত্য যাতায়াত ছিল তাঁর। ছবির প্রচারেও যেতে দেখা যায় আলিয়া ভাটকে। সন্তান জন্মের কয়েকসপ্তাহ পরই তিনি রীতিমত শরীরচর্চা করেন। সকলের নজরের কেন্দ্রে এসে তাঁক লাগিয়েছিলেন ঝরঝরে চেহারায়। এবার তিনি রীতিমত স্টেজ কাঁপালেন তাঁর নাচের তালে। না যে সে নাচ নয়, ২০২২ সালে গোটা বিশ্বে যা প্রশংসার আলোতে এসেছে দক্ষিণী ছবি আরআরআর-এর সেই নাটু নাটু গানে স্টেজ কাঁপালেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হল সেই ভিডিয়ো।

সোশ্যাল মিডিয়ায় তা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। নাটু নাটু গানে সকলের সামনে যেভাবে নাচলেন তিনি তা একে বারে চমকে দিল আলিয়া ভক্তদের। এও সম্ভব! সদ্য যে মা হয়েছেন তিনি। আলিয়ার ফিটনেস দেখে এক কথায় ঝড় উঠল নেটদুনিয়ার পাতায়। ২০২৩ সাল, একাধিক পালা বদল ঘটে গিয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের জীবনে। রণবীর কাপুরের সঙ্গে বিয়ে থেকে শুরু করে মা হওয়া, সবটাই ছিল এক কথায় স্বপ্নের মতো।

তবে নিজেকে এই সময়টায় ক্যামেরার আড়ালে রাখেননি আলিয়া ভাট। উল্টে অন্তঃসত্ত্বা অবস্থায় ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে একাধিকবার ভাইরাল হয়েছিলেন তিনি। চেহারায় এসেছে বদল, তবুও স্কিন টাইট পোশাকে প্রকাশ্যে আসতে তিনি দুবার ভাবেননি। তবে মা হওয়ার পর যে কম বেশি সকলের চেহারাতেই সামান্য বদল আসে, তা অজানা কারও নয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার কথা ছিল না। কিন্তু আলিয়ার ক্ষেত্রে বিষয়টা গেল উল্টে। নিজেকে আমুল বদলে ফেললেন তিনি। বয়স এক ধাক্কায় যেন কমে দাঁড়িয়েছে ৫ থেকে ৬ বছর।

সেই ভিডিয়ো সামনে আসতেই সকলেই আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ। সদ্য মা হওয়া এই অভিনেত্রী হাতেগুনে মাত্র কয়েক সপ্তাহের ছুটিতে ছিলেন। রাহা জন্মের আগে বা পরে, নিজেকে খুব একটা আড়াল করেননি তিনি। কাজ চালিয়ে গিয়েছে পুরো দমে। শরীরচর্চাতেও থাকেনি কোনও খামতি। প্রতিদিন নিয়ম করে যোগা করতেন বাড়িতে। খানিক সুস্থ হতেই বেরিয়ে পড়েছে বাইরে। আলিয়ার এই স্পোর্টিং মনোবল দেখে প্রশংসা করছে নেটপাড়া। আগামী ছবির স্ক্রিপ্ট রিডিং নিয়ে ব্যস্ত এখন তিনি। যদিও আগামী কয়েকমাস ফ্লোরে ফিরবেন মা, এমনটা আগেই জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

Next Article