Alia Bhatt Secret: বাড়ি থেকে বেরোতে গেলেই অনুমতি লাগে! রণবীর না অন্য কেউ? কার কথা বললেন আলিয়া?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

May 16, 2023 | 9:22 PM

Bollywood Gossip: মায়ের সঙ্গে সন্তানের টান যে নাড়ির টান। গাঙ্গুবাইকেও তাই কারও একটা অনুমতি নিতে হয়। বাড়ি থেকে বেরোবার আগে তার অনুমতি না নিয়ে যাওয়া চলে না।

Alia Bhatt Secret: বাড়ি থেকে বেরোতে গেলেই অনুমতি লাগে! রণবীর না অন্য কেউ? কার কথা বললেন আলিয়া?
মেটগালা নিয়ে মুখ খুলে এমনই অভিজ্ঞতা শেয়ার করলেন আলিয়া ভাট। আলিয়া ভাটের এই লুক পলকে জায়গা করে নিল সোশ্যাল মিডিয়ার পাতায়। চেনা পোজ দিয়ে সকলের নজর কাড়েছেন কাপুর পরিবারের পুত্রবধু।

Follow Us

গত বছর সেপ্টেম্বরের ৬ তারিখে কাপুর পরিবারে আসে রাহা। ইতিমধ্যেই কেটে গিয়েছে ছয় মাস। এখনও প্রকাশ্যে আসেনি রাহার মুখ। কিন্তু তাকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন সাংবাদিক থেকে শুরু করে সব নেটিজেনরাই। কিন্তু রণবীর-আলিয়া দুজনেই চান যেন লোকচক্ষুর আড়ালেই বড় হয় রাহা। একবার এ নিয়ে প্রশ্ন করা হলে আলিয়া স্পষ্টই বলেছিলেন যে সমাজমাধ্যমে রাহার ছবি সামনে এলেই তা নিয়ে চর্চা হবে এবং তারা চান না এসব রাহার জীবনে কোনও প্রভাব ফেলুক। এবার সেই রাহার একটি আদুরে অভ্যাসের কথা শেয়ার করলেন আলিয়া।

মায়ের সঙ্গে সন্তানের টান যে নাড়ির টান। গাঙ্গুবাইকেও তাই কারও একটা অনুমতি নিতে হয়। বাড়ি থেকে বেরোবার আগে তার অনুমতি না নিয়ে যাওয়া চলে না। আর তিনি একটিবার গাল ভরা হাসি দিলেই আলিয়ার ছাড়! তারপরেই নিশ্চিন্তে বাড়ি থেকে বেরনো চলে। একটি সাক্ষাৎকারে আলিয়া জানান যে কোথাও যাওয়ার আগে ছোট্ট মেয়ে রাহার অনুমোদন ছাড়া নাকি বের হন না আলিয়া। রাহার মুখের মিষ্টি হাসিটাই তার কাছে অনুমোদন। তিনি বলেন, কিছুদিন ধরে কাজে বেরনোর আগে পরিপাটি হয়ে আলিয়া অপেক্ষা করেন রাহার মুখের সেই হাসিটুকুর জন্য। রাহা হাসলেই যেন তার ছুটি, তারপরেই বাড়ির দরজা পেরোতে পারবেন তিনি। মা-মেয়ের এক অদ্ভুত অনুভূতির খেলা যেন!

মাতৃদিবসেই রাহার এই অভ্যাসের কথা প্রকাশ্যে আসে। মেয়ে রাহার সঙ্গে এটাই ছিল তার প্রথম মাতৃদিবস পালন। এদিন আলিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন তার দুই ‘মাম্মা’র ছবি। একদিকে তার নিজের মা এবং অপরদিকে পাশে দাঁড়িয়ে তার শাশুড়ি মা নীতু কাপুর। বিয়ের পর নিজের মা ছাড়াও আরও এক মাকে পেয়েছেন আলিয়া। একদিকে সোনি রাজদান আর অন্যদিকে নীতু কাপুর। দুই মায়ের সঙ্গেও ভালোভাবে সময় কাটান এদিন আলিয়া।

Next Article
Sara-Vicky: মুম্বইয়ের রাস্তায় অটোয় চেপে ঘুরলেন ভিকি-সারা, কিন্তু কেন?
Relationship Gossip: বাড়িতে বার বানাতে চান ক্যাটরিনা, শোনা মাত্রই এ কী করলেন ভিকি?