Alia Bhatt: রণবীরের সীতা হতে আপত্তি আলিয়ার? কেন ছাড়লেন ‘রামায়ণ’ প্রস্তাব…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 24, 2023 | 2:05 PM

Ramayana: পরিচালক নিতিশ তিওয়াড়ির রামায়ণ থেকে সরে গেলেন এবার আলিয়া ভাট। খবর প্রকাশ্যে আসা মাত্রই তা নিয়ে জল্পনা তুঙ্গে। রণবীর কাপুরের বিপরীতে সীতা হতে রাজি নন কেন আলিয়া?

Alia Bhatt: রণবীরের সীতা হতে আপত্তি আলিয়ার? কেন ছাড়লেন রামায়ণ প্রস্তাব...

Follow Us

আলিয়া ভাট ও রণবীর কাপুর, রিয়েল লাইফ এই দুটিকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন আট থেকে আশি। ব্রহ্মাস্ত্র ছবির পর কয়েকদিন আগেই মিলেছিল সুখবরয দক্ষিণ দুনিয়ার পর এবার বলিউডের রামায়ণে দেখা যাবে এই দুই স্টারকে। যেখানে রণবীর কাপুর রামের ভূমিকাতে অভিনয় করবেন, অন্যদিকে সীতার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাটকে। আর ছবিতে রাবণ হচ্ছেন যশ। দক্ষিণী সুপারস্টার প্রাথমিকভাবে এই ছবির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে শোনা গিয়েছিল তিনি এই ছবি ছাড়ছেন। তবে পরবর্তীতে সেই তথ্য ভুল প্রমাণিত হয়। শোনা যায় তিনি এই ছবি ছাড়ছেন না। বরং এখন তিনি রাবণ চরিত্রের প্রস্তুতি করছেন। তবে ছবি ছাড়ছেন আলিয়া ভাট।

পরিচালক নিতিশ তিওয়াড়ির রামায়ণ থেকে সরে গেলেন এবার আলিয়া ভাট। খবর প্রকাশ্যে আসা মাত্রই তা নিয়ে জল্পনা তুঙ্গে। রণবীর কাপুরের বিপরীতে সীতা হতে রাজি নন কেন আলিয়া? সূত্রের খবর, আলিয়া ভাট নাকি এই ছবির জন্য সময় দিতে পারছেন না। তারিখ নিয়ে সমস্যা দেখা দিচ্ছে বলেই খবর। ছবি যাতে আদিপুরুষ-এর পরিণতী না পায়, সেই দিকে নজর রেখেই বেশি সময় নিচ্ছিলেন পরিচালক। কিন্তু তাতে আলিয়া ভাটের সমস্যা দেখা যায়। কারণ অন্যান্য ছবির কমিটমেন্ট রয়েছে তাঁর। সেই জন্যই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া ভাট।

যার ফলে এবার বলিউড রামায়ণ বিপন্ন। এবার রণবীর কাপুরের বিপরীতে কে হবেন সীতা, তা নিয়ে প্রশ্ন তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল এই ছবির খবরে এখন কড়া নজর ভক্তদের। মন ভাঙল রালিয়া ফ্যান ক্লাবের। অন্যদিকে রণবীর কাপুর এখনও এই ছবির অংশই আছেন বলেই মিলছে খবর। এবার দেখা যাক, কৃতি স্যাননের পর বলিউডের ফ্রেমে সীতার ভূমিকায় অভিনয় করেন কে?

Next Article