Chandrayaan 3 Movie: চন্দ্রযান-৩ এবার বলিউডের পর্দায়, মিশন সফল হতেই ছবি তৈরির হিড়িক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 25, 2023 | 3:15 PM

IMPAA: মিশন সফল হওয়ার কাহিনি এবার দর্শকদরের দরবারে নিয়ে আসতে মরিয়া বিটাউন। ভাল বিষয়বস্তু, জোড়াল চিত্রনাট্য, প্রেক্ষাগৃহে দর্শক সহজেই টেনে থাকে।

Chandrayaan 3 Movie: চন্দ্রযান-৩ এবার বলিউডের পর্দায়, মিশন সফল হতেই ছবি তৈরির হিড়িক

Follow Us

মনে পড়ে মিশন মঙ্গল ছবির কথা। যেখানে অক্ষয় কুমার, বিদ্যা বালানের অনবদ্য অভিনয় সকলের নজর কেড়েছিল। ছবির পরতে পরতে জড়িয়ে থাকা যে উত্তেজনা দর্শক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলেন, তা ছিল ইসরোর কাছে বাস্তব। কল্পকথা নয়। ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত শ্রমে একের পর এক সাফল্য আজ ভারতের ঝুলিতে। এবার পালা চন্দ্রযান ৩-এর। গতবারে শেষ মুহূর্তে ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলার পরই নয়া উদ্যোমে কাজ শুরু করেছিলেন তাঁরা। যার পরিণতি আজকের সাফল্য।

২৩ অগাস্ট আরও এক ইতিহাস গড়ল ভারত, ইসরোর বিজ্ঞানীদের প্রচেষ্টায় এবার চাঁদের দক্ষিণমেরুতে পা রাখল বিক্রম ল্যান্ডার। যা গোটা বিশ্বের কাছে বিষ্ময়। আর সেই সফল হওয়ার কাহিনি এবার দর্শকদরের দরবারে নিয়ে আসতে মরিয়া বিটাউন। ভাল বিষয়বস্তু, জোড়াল চিত্রনাট্য, প্রেক্ষাগৃহে দর্শক সহজেই টেনে থাকে। মিশন মঙ্গল ছবি ৩০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল। দেশভক্তির সঙ্গে দেশবাসীর এক নিবিড় সংযোগ। আর তাই চন্দ্রযান ৩ সাফল্যতা লাভ করার পরই তা নিয়ে ছবি করতে মরিয়া পরিচালকেরা।

সূত্রের খবর ইম্পা, প্রডিউসর গিল অব ইন্ডিয়া এবং IFTPC কর্তাদের দফতরে উপচে পড়ছে আবেদন। নামের আবেদনে থাছে, চন্দ্রযান ৩, মিশন চন্দ্রযান-৩, দ্য মুন মিশন, বিক্রম ল্যান্ডার, ভারত চান্দ পর, প্রভৃতি। IMPAA-র তরফ থেকে জানানো হচ্ছে, এখনও পর্যন্ত মোট ৩০-৪০টি নামের আবেদন জনা পড়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এক বিষয়গুলো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সব নাম রিভিউ করে দেখা হবে। এই বিষয়ের ওপর বহু ছবি কিংবা ওয়েব সিরিজ তৈরি হতে পারে না, IMPAA-র কথায়, যে প্রস্তাব তাদের পছন্দ হবে, সেখান থেকে বাছাই করেই অনুমোদন দেওয়া হবে বলেই খবর।

Next Article