২০০৫ সাল। মুক্তি পেয়েছিল ‘বান্টি অউর বাবলি’। ওই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রানি মুখোপাধ্য্যায় ও অভিষেক বচ্চন। ছবির সেই আইকনিক গানের কথা মনে আছে? ‘ম্যাডাম,আই অ্যাম ইওর অনলি অ্যাডাম’ বলে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে চুটিয়ে রোম্যান্স করছেন বাবা-ছেলে, অর্থাৎ অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চন। গানের নাম ছিল ‘কাজরা রে’। স্বল্প পোশাকে নাচছেন ঐশ্বর্যা। সঙ্গে রয়েছেন খোদ শ্বশুরমশাই। কেমন অভিজ্ঞতা হয়েছিল অমিতাভ বচ্চনের। বহু বছর পর এ নিয়েই মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, “গানটিতে আমরা তিন জন ছিলাম। তখন ঐশ্বর্যা আমার বউমা ছিল না। এখন হয়ে গিয়েছে।” একজন পেশাদার অভিনেতা হিসেবেই ঐশ্বর্য র সঙ্গে নাচ করেছিলেন বিগ-বি। সেই নাচ নিয়ে আজও হয় চর্চা। অনেকেরই মতে ছেলেকে ছাপিয়ে গিয়েছেন বাবা অমিতাভ। ছবিটিও কিন্তু সুপারহিট হয়েছিল। পরবর্তী সময়ে ওই ছবিরই দ্বিতীয় পার্ট মুক্তি পেয়েছিল ঠিকই, কিন্তু তা হিট হয়নি। প্রসঙ্গত, ২০০৭ সালে বিয়ে করেন ঐশ্বর্যা ও অভিষেক। ২০১১ সালে জন্ম হয় তাঁদের সন্তান আরাধ্যার। এই মুহূর্তে স্ত্রী ও মেয়েকে নিয়ে সুখের সংসার তাঁদের।
বিয়ের পর থেকে বলিপাড়া থেকে নিজেকে খানিক সরিয়েই নিয়েছেন বিশ্বসুন্দরী। এই মুহূর্তে বেছে বেছে কাজ করেন তিনি। অন্যদিকে অভিষেক কিন্তু কাজ করছেন চুটিয়ে। ওটিটিতে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রতিটি ছবি অথবা সিরিজই হিট। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ঘুমর’। ‘গদর ২’, ‘ওহ মাই গড’-এর মতো ছবির মধ্যে এই ছবি মুক্তি পেয়েছে। তাই ছবিটি নিয়ে হাইপ খুব একটা বেশি নয় ভক্তমহলে। বক্স অফিসে আয়ও সাদামাঠা। যদিও সমালোচকদের এই ছবি বেশ ভাল লেগেছে।