‘৮০তে আসিয়াছেন’ তিনি, ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন ৫৩টি বসন্ত। শরীরে বাসা বেঁধেছে রোগ। হয়েছিল কোভিডও। অতচ মনের বয়স এই ‘বারো কি তেরো’। কথা হচ্ছে, ইণ্ডাস্ট্রির শেহনশাহ অমিতাভ বচ্চনের। তাঁর মাঝরাতের এক পোস্ট দেখে অবাক ভক্তকুল। একসুরে সবাই বলছে, ‘এই বয়সেও এত এলেম!’ (Amitabh Bachchan)
মধ্যরাতে এক ছবি পোস্ট করেছেন অমিতাভ। সেখানেই দেখা যাচ্ছে পা দিয়ে কাচের দরজা ভেঙে গুড়িয়ে দিচ্ছেন অভিনেতা। এক হাতে আবার বেসবল ব্যাট। সব মিলিয়ে ভরপুর অ্যাকশন। বোঝাই যাচ্ছে, আসন্ন কোনও ছবির জন্যই চলছে প্রস্তুতি। ‘বিজয়’ যে এই বয়সেও পুরদস্তুর অ্যাকশনের মেজাজে সেই বার্তাই দিচ্ছেন তিনি। ক্যাপশনও বেশ মনোগ্রাহী।
অমিতাভ লিখেছেন, “৫৩ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে, ৮০ বছর বয়সেও এই একটা জিনিস কখনই বদলালো না হল, তা হল অ্যাকশন।” অ্যাকশন বচ্চনকে খুঁজে পেয়ে আল্পুত ভক্তরাও। বাবা-কাকার চরিত্র মেনস্ট্রিম, তা বদলে বিগ-বি যে এই বয়সেও হাঁকাচ্ছেন সিক্সার তাতেই আপ্লুত তাঁরা।
নিজের ব্লগ থেকেও একখানি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেও হাতে বেসবল ব্যাট আর রণংদেহী মূর্তি। কোন ছবির শুটিং, তা অবশ্য ফাঁস করেননি তিনি।
এই মুহূর্তে হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে বিগ-বি’র। দীপিকা পাড়ুকোন ও প্রভাস অভিনীত নাগ অশ্বিনের পরবর্তী ছবিতে রয়েছেন তিনি। বর্তমানে সেই ছবির শুটিংয়েই ব্যস্ত তিনি। হতে পারে অ্যাকশন দৃশ্যটি ওই ছবিরই। এ ছাড়াও নাগরাজ মঞ্জুলের ; ঝুন্ড ছবিতেও দেখা যাবে তাঁকে। আগামী মাসের ৪ তারিখ মুক্তি পাবে ওই ছবি।