Ananya Pandey: আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কের জল্পনা, কবে বিয়ে করবেন অনন্যা
Gossip: নেটপাড়ার প্রশ্ন হল, কবে বিয়ের পিঁড়িতে বসছেন অনন্যা পাণ্ডে! যদিও জীবনে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনন্যা এখন বেশ ছোট। মাত্র ১৯ বছর বয়সে বলিউডে ডেভিউ করেছিলেন অনন্যা পাণ্ডে।
দীর্ঘদিন ধরেই অভিনেত্রী অনন্যা পাণ্ডের নামে সঙ্গে জড়িয়েছেন আদিত্য রায় কাপুরের নাম। গোপনে তারা একে অপরের সঙ্গে নাকি ডেটিংয়ে ব্যস্ত, এমনই খবর নেট পাড়ায়। প্রকাশ্যে বহুবার তাঁদের সম্পর্কের কথা জানিয়েছেন একাধিক স্টার। কখনও রণবীর কাপুর কখনও আবার অন্যান্যরা, এই দুই সেলেব যে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তা মাঝেমধ্যেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। এখন নেটপাড়ার প্রশ্ন হল, কবে বিয়ের পিঁড়িতে বসছেন অনন্যা পাণ্ডে! যদিও জীবনে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনন্যা এখন বেশ ছোট। মাত্র ১৯ বছর বয়সে বলিউডে ডেভিউ করেছিলেন অনন্যা পাণ্ডে। এখন লক্ষ্যে তাঁর কেরিয়ার।
সম্পর্ক বিয়ে নিয়ে সরাসরি প্রশ্ন করলে অনন্যা পাণ্ডে জানান, তিনি এখনই বিয়ে নিয়ে কিছু ভাবছেন না। এটা এই নিয়ে ভাবার সঠিক সময়ও নয়। এখন তিনি কেরিয়ারে ফোকাস করতে চান। এর বাইরে অন্য কিছু নিয়ে এই মুহূর্তে চিন্তিত নন তিনি। ফলে জল্পনা যতই থাক নেট পাড়ায়, অনন্যা পাণ্ডে এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না। এ কথা অভিনেত্রীর সাফ জানিয়ে দেন।
অন্যদিকে আদিত্য রায় কাপুর এই প্রসঙ্গে মুখে এটেছেন কুলুপ। তিনি সম্পর্ক নিয়ে কিছুই বলতে নারাজ। শোনা যাচ্ছে অনন্যা পাণ্ডের সঙ্গে তিনি ছুটি কাটাতেও গিয়েছিলেন। তবে আদিত্য রায় কাপুরও এখন বেশ কিছু ভাল ছবির কাজের অপেক্ষায়। যার ফলে তাঁরা সম্পর্কে থাকলেও বিয়ে যে এখনই করছেন না, তা এক প্রকার স্পষ্ট। কারণ একটাই, তাঁদের প্রাথমিক লক্ষ্য বলিউডে পায়ের তলার মাতি শক্ত করা। আদিত্য রায় কাপুর ১০ বছরের বেশি সময় ধরে বলিউডে রয়েছেন, যার ফলে তাঁর ক্ষেত্রেও এখন বিষয়টা বেশ চ্যালেঞ্জের। সেই কারণেই জুটি এখনই বিয়ে নিয়ে কিছু ভাবতে নারাজ।