Ranbir Kapoor: রণবীর ফ্যানদের জন্য দুঃসংবাদ, কোন খবর সামনে আসতেই মন খারাপ ভক্তদের

Release: এই নতুন জুটিকে একসঙ্গে পর্দায় কেমন লাগে তা দেখার জন্য মুখিয়ে ছিলেন যে ভক্তরা, তাঁদের অপেক্ষার পালা বাড়ল এবার বেশ কিছুটা। কারণ ছবি কবে মুক্তি পাবে তা এখনও প্রকাশ্যে আসেনি। 

Ranbir Kapoor: রণবীর ফ্যানদের জন্য দুঃসংবাদ, কোন খবর সামনে আসতেই মন খারাপ ভক্তদের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 11:45 AM

বেশ কিছুদিন ধরে খবরে শিরোনামে জায়গা করে নিচ্ছে রণবীর কাপুর ও রেশ্মিকা মান্দানা অভিনীত ছবি অ্যানিম্যাল। এই ছবির শুটিং শেষ করে সদ্য কিছুটা অবসর সময় কাটাচ্ছেন রণবীর কাপুর। ছবির লুক সামনে আসতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়েছিল। পরিচালক সন্দীপ রেড্ডি ভার্গার এই ছবিতে রণবীর কাপুর ছাড়াও রয়েছেন অনিল কাপুর, ববি দেওয়াল। বিশাল স্টার কাস্ট নিয়ে তৈরি এই ছবি কবে মুক্তি পাবে, তার অপেক্ষায় দিন গুনছিলেন ভক্তরা। প্রকাশ্যে এসেছিল সবই মুক্তির দিনও, ১১ অগস্ট মুক্তি পেতে চলেছিল এই ছবি। কিন্তু হঠাৎই মিলল খারাপ খবর। নির্দিষ্ট সময় মুক্তি পাচ্ছে না অ্যানিম্যাল। পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তি। শনিবারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে এই খবর। অ্যালিম্যাল ছবি স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাবে না।

ছবি ইতিমধ্যেই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নির্মাতা সংস্থা। তবে কবে মুক্তি পেতে চলেছে, তা নিয়ে এখনই কোনও নির্দিষ্ট দিন প্রকাশ্যে আসেনি। গত মাসেই অ্যানিম্যাল ছবি তরফ থেকে একটি ছোট ক্লিপিং শেয়ার করা হয়। যেখানে রণবীর কাপুরকে সম্পূর্ণ অন্য লুকিয়ে দেখা যায়। হাতে কুড়ুল নিয়ে একদল দস্যুদের সঙ্গে মারপিট করছেন তিনি। পরনে রয়েছে সাদা ধুতি ও কুর্তা। ঠোঁটে সিগারেট, হাতে মুখে রক্ত। অনেকের রণবীর কাপুরের এই লুক দেখে তা তুলনা করেছিলেন আল্লু আর্জুনের পুষ্পা লুকের সঙ্গে।

অনেকে আবার স্পষ্ট ভাষায় জানিও দিয়েছিলেন, পুষ্পা ছবিকে নাকি হুবহু টুকছে এবার বলিউডের অ্যানিম্যাল। আবার দুই ছবির অভিনেত্রীও এক, রশ্মিকা মান্দানা। যদি ওই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেনি ছবির পক্ষ থেকে কেউ। অন্যদিকে রণবীরের সঙ্গে কাজ করে বেজায় খুশি রশ্মিকা মান্দানা। তাঁর কথায় সেটে তিনি রণবীরকে দেখে বিশ্বাসই করতে পারছিলেন না এটা আদপে তিনি, এত পরিণত যাঁর অভিনয়, তিনি এতটাই সহজ ভাবে থাকেন সেটে? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না। তবে বলিউডের এই নতুন জুটিকে একসঙ্গে পর্দায় কেমন লাগে তা দেখার জন্য মুখিয়ে ছিলেন যে ভক্তরা, তাঁদের অপেক্ষার পালা বাড়ল এবার বেশ কিছুটা। কারণ ছবি কবে মুক্তি পাবে তা এখনও প্রকাশ্যে আসেনি।