Bobby Deol: বচ্চনের নাতনির মতো অবস্থা যেন না হয়, সতর্ক করা হল ধর্মেন্দ্রর নাতিকে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 19, 2023 | 5:08 PM

Bachchan Grand Daughter: শোলে ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র। দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। শোলে মুক্তির পর কেটে গিয়েছে ৪৮ বছর। অমিতাভ এবং ধর্মেন্দ্রর ছেলেরা সিনেমার জগতে প্রতিষ্ঠা পেয়েছেন। এবং তাঁদের নাতি-নাতনিদের পালা। অমিতাভের নাতনি আরাধ্যাকে নিয়ে ট্রোলিং হয়েছে। তা দেখে ধর্মেন্দ্রর নাতিকে কী বিষয়ে সতর্ক করেছেন বাবা ববি দেওল।

Bobby Deol: বচ্চনের নাতনির মতো অবস্থা যেন না হয়, সতর্ক করা হল ধর্মেন্দ্রর নাতিকে
'শোলে' ছবিতে ধর্মেন্দ্র এবং অমিতাভ; (উপরে) সুহানা খান এবং (নীচে) অমিতাভের সঙ্গে আরাধ্যা বচ্চন

Follow Us

‘আমার ছেলের বাংলাটা ঠিক আসে না’র মতো ‘আমার ছেলের হিন্দিটা ঠিক আসে না’ বলছেন বলিউডের তারকা মহলের অধিকাংশ বাবা-মা। তারকা সন্তানেরা স্বাভাবিক, সাবলীলভাবে হিন্দি বলতেই পারছেন না এখন। তাঁদের মুখে ইংরেজি বুলিই শোনা যায় বেশি। তার প্রমাণ পাওয়া যাচ্ছে একাধিক। সম্প্রতি মুক্তি পেয়েছে জ়োয়া আখতার পরিচালিত ওটিটি-ছবি ‘দ্য আর্চিজ়’। শাহরুখের মেয়ে সুহানা খান, অমিতাভের নাতি অগস্ত্য নন্দা, শ্রীদেবীর কন্যা খুশি কাপুর অভিনয় করেছেন তাতে এবং ইংরেজি ঢঙে হিন্দি বলার জন্য ট্রোলড হয়েছেন। বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চনও নাকি হিন্দি বলতে একেবারেই সাবলীল নয়। তাঁদের হিন্দি বলার ধরন দেখে ট্রোলাররা সমালোচনা করার সুযোগ পেয়ে গিয়েছে। এবং বিষয়টি নজর এড়ায়নি ববি দেওলেরও।

ববি-পুত্রের বলিউড ডেবিউ হতে চলেছে। পুত্রকে আগে থেকেই সাবধান করে দিয়েছেন ববি। তিনি বলেছেন, “এখনকার তারকা সন্তানেরা কেবলই ইংরেজি ভাষায় কথা বলতে চান। আমার মনে হয় তাঁদের মাতৃভাষা হিন্দিতেও সাবলীলভাবে কথা বলতে জানা প্রয়োজন। কোনও চরিত্রকে বোঝার জন্য সঠিকভাবে হিন্দি বলতে জানা প্রাথমিক প্রয়োজনীয়তা। আমি আমার ছেলেদের এ ব্যাপারে সতর্ক করে দিয়েছি। বলেছি আগে নিজের হিন্দি ঠিক করো তোমরা।”

তারপর ববি এও বলেছেন, “ছেলেমেয়েগুলো ঠিক করে হিন্দি বলতে পারে না কারণ তাঁদের অভ্যাস নেই। সবসময় ইংরেজিতেই কথা বলে তাঁরা। ফলে হিন্দি বলতে ভুলে যাচ্ছে।”

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘অ্যানিম্যাল’। ছবিতে এক নির্বাক ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবিতে মাত্র ১৫ মিনিটের দৃশ্য ছিল ববির এবং একটিও সংলাপ ছিল না তাতে। এটি ছিল তাঁর কামব্যাক। এই ছবিতে অভিনয় করার পর ফের লাইমালাইটে চলে এসেছেন ববি এবং ছবির নায়ক রণবীর কাপুরের চেয়েও বেশি আলোচনা হচ্ছে তাঁকে নিয়ে। ববি হয়ে উঠেছেন লর্ড ববি।

Next Article