Saif-Kareena: বউ ভেবে ভুল করে অন্য মহিলাকে জড়িয়ে ধরলেন সইফ! ‘যাচ্ছেতাই কাণ্ড’ নবাবের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 19, 2023 | 5:02 PM

Saif-Kareena: এত বছরের সংসার, তাঁর আগে থেকে করছেন প্রেম-- তবু নিজের স্ত্রীকে চিনতে পারলেন না সইফ আলি খান! এয়ারপোর্টে ঘটিয়ে ফেললেন এক যাচ্ছেতাই কাণ্ড। অন্য মহিলাকে বউ ভেবে জড়িয়ে ধরতে গিয়েই হল এক দেখার মতো দৃশ্য।

Saif-Kareena: বউ ভেবে ভুল করে অন্য মহিলাকে জড়িয়ে ধরলেন সইফ! যাচ্ছেতাই কাণ্ড নবাবের
'যাচ্ছেতাই কাণ্ড' সইফের!

Follow Us

এত বছরের সংসার, তাঁর আগে থেকে করছেন প্রেম– তবু নিজের স্ত্রীকে চিনতে পারলেন না সইফ আলি খান! এয়ারপোর্টে ঘটিয়ে ফেললেন এক যাচ্ছেতাই কাণ্ড। অন্য মহিলাকে বউ ভেবে জড়িয়ে ধরতে গিয়েই হল এক দেখার মতো দৃশ্য। বড়দিনের মরসুমে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে পতৌদি প্যালেসে যাওয়ার সময় বিমানবন্দরেই ঘটল বিপত্তি। টিকিট চেক হচ্ছিল তাঁদের। লাল রঙের এক জ্যাকেট পরেছিলেন করিনা। ফটোশিকারিরাও হাজির হয়েছিলেন সেখানে। করিনা যেমন লাল জ্যাকেট পরেছিলেন অনুরূপ জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিমানবন্দরের মহিলা কর্মীকেও। করিনার পাশেই তিনি দাঁড়িয়েছিলেন।

যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, ফটোশিকারিদের অনুরোধ রাখতে আচমকাই করিনাকে কাছে টানতে যান ‘ছোটে নবাব’। কিন্তু এ কী! কোথায় করিনা! লাল জ্যাকেট দেখে সইফ হয়ে যান বিভ্রান্ত। করিনার বদলে জড়িয়ে ধরেন ওই মহিলাকে। যদিও পরমুহূর্তেই ভুল বুঝতে পেরে অপ্রস্তুতে পড়ে যান তিনি। হাসতে দেখা যায় তাঁকে। করিনাও সামনে এগিয়ে এসে সামাল দেন পুরোটা…

দেখুন সেই ভিডিয়ো

 


তবে এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ‘হাসির খোরাক’-এ পরিণত হয়েছেন তিনি। নেটিজেনদের একটা প্রশ্ন, “দুই জনের উচ্চতা আলাদা, তাও কেন বুঝতে পারলেন না তিনি?” অনেকের মস্করা, “সুন্দরী বিমানসেবিকাকে দেখে ইচ্ছে করেই জড়িয়ে ধরেছেন নবাব। ভুল হওয়া তো নেহাতই অজুহাত!”

Next Article