সন্তান কবে আসছে? মুখ খুললেন মিলিন্দের স্ত্রী অঙ্কিতা

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 10, 2021 | 4:15 PM

অঙ্কিতার সঙ্গে মিলিন্দের বয়সের পার্থক্য অনেকটাই। প্রায় ২৯ বছর। তাই বিয়ের সময় চর্চায় ছিল এই জুটির বয়স। রীতিমতো ট্রোলড হতে হয় তাঁদের। ট্রোলিংয়ে যদিও কোনওদিনই পাত্তা দেন না মিলিন্দ।

সন্তান কবে আসছে? মুখ খুললেন মিলিন্দের স্ত্রী অঙ্কিতা
দম্পতি।

Follow Us

সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় মিলিন্দ সোমন এবং অঙ্কিতা কোনওয়ারের জুটি। পেশাগত খবর হোক বা ব্যক্তিগত অনুষঙ্গ, চর্চায় থাকেন এই জুটি। সোশ্যাল মিডিয়াতেই এ বার ফ্যামিলি প্ল্যানিং নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন অঙ্কিতা। তার সরাসরি জবাবও দিলেন তিনি।

ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেকশনে অঙ্কিতাকে এক অনুরাগী জিজ্ঞেস করেন, ‘অনেকগুলো বছর হয়ে গেল বিয়ে করেছেন। ফ্যামিলি প্ল্যানিংয়ের বিষয়ে কিছু ভেবেছেন?’ উত্তরে অঙ্কিতা বলেন, “আমরা পরিকল্পিত পরিবার”।

অঙ্কিতার সঙ্গে মিলিন্দের বয়সের পার্থক্য অনেকটাই। প্রায় ২৯ বছর। তাই বিয়ের সময় চর্চায় ছিল এই জুটির বয়স। রীতিমতো ট্রোলড হতে হয় তাঁদের। ট্রোলিংয়ে যদিও কোনওদিনই পাত্তা দেন না মিলিন্দ। তাঁরা দুজনেই ফিটনেস ফ্রিক। কখনও দৌড়, কখনও বা যোগার ভিডিও তাঁরা শেয়ার করেন সোশ্যাল ওয়ালে। ফিটনেস রুটিনে কখনও বা তাঁদের সঙ্গী মিলন্দের মা ঊষা সোমনও।

বিয়ে নিয়ে প্রচলিত সামাজিক ধারণার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছেন অঙ্কিতা। সমালোচনা কীভাবে সামলাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে অঙ্কিতা বলেন, “সমাজে যেটাই প্রচলিত নয়, তা নিয়ে লোকে বেশি কথা বলে। এটা শুধু ভারতে নয়। গোটা বিশ্বে। … তবে আমি সব সময় সেটাই করেছি, যেটাতে আনন্দ পেয়েছি।” ২০১৮-র ২২ এপ্রিল বিয়ে করেন মিলিন্দ-অঙ্কিতা। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন এই জুটি। যাবতীয় সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজেদের শর্তে জীবন বাঁচছেন দম্পতি।

আরও পড়ুন, রিয়ালিটি শোয়ের বিচারকদের উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন অভিজিৎ

Next Article