Anupam Kher: টানা ২৭ দিন নেপালে কোন জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা হল অনুপম খেরের?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 30, 2021 | 7:56 PM

Anupam Kher: নিজের অভিনেতা সত্ত্বা তো বটেই, ব্যক্তি মানুষটিকেও চ্যালেঞ্জ করার বহু সুযোগ এসেছে। নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছেন তিনি। এই ছবির শুটিংয়ের অভিজ্ঞতা আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন অনুপম।

Anupam Kher: টানা ২৭ দিন নেপালে কোন জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা হল অনুপম খেরের?
অনুপম খের। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

অনুপম খেরের পেশা অভিনয়। দীর্ঘ কেরিয়ার তাঁর। বলিউডে তিনি একটি প্রতিষ্ঠানের মতোই। নতুন প্রজন্মকেও অভিনয়ের পাঠ দেন তিনি। এ হেন অনুপম টানা ২৭ দিন নেপালে থাকতে বাধ্য হলেন। শুধু তাই নয়, এই নেপাল সফলে নিজেকে চ্যালেঞ্জ জানাতে বাধ্য হয়েছেন অভিনেতা।

সূরজ বরজাতিয়ার ম্যাগনাম ওপাস ‘উনচাই’-এর প্রথম শুটিং শিডিউল ছিল নেপালে। এই ছবিতে অভিনয় করছেন অনুপম। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োর সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। তাঁর মতে, টানা ২৭ দিনের এই নেপাল সফরে তাঁর জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা হয়েছে। নিজের অভিনেতা সত্ত্বা তো বটেই, ব্যক্তি মানুষটিকেও চ্যালেঞ্জ করার বহু সুযোগ এসেছে। নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছেন তিনি। এই ছবির শুটিংয়ের অভিজ্ঞতা আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন অনুপম। এই ছবিতে অনুপমের সঙ্গে অমিতাভ বচ্চন, পরিণীতি চোপড়ার অভিনয়ও দেখবেন দর্শক। রয়েছেন বোমান ইরানি, নীনা গুপ্তা, ড্যানি ডেনজোঙ্গপা, সারিকার মতো শিল্পীরা।

গত কয়েক মাস ধরেই ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী তথা রাজনীতিবিদ কিরণ খের। ক্যানসারের চিকিৎসার বেশ কিছু তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অনুপম। যন্ত্রণাদায়ক এই চিকিৎসা পদ্ধতি মনের জোরে কিরণ পেরিয়ে যাচ্ছেন বলে মনে করেন অনুপম। ক্যানসার আক্রান্ত হওয়ার পর খুব কম প্রকাশ্যে দেখা গিয়েছে কিরণকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম বলেন, “কিরণের শরীর আগের থেকে ভাল আছে। কিন্তু এটা কঠিন চিকিৎসা। ও মাঝেমধ্যে বলে, লকডাউন, করোনা পরিস্থিতি গোটা ব্যাপারটাকে আরও জটিল করে দিল। চিকিৎসার দিক থেকে মন সরিয়ে রাখা দরকার। কিরণ বাইরে যেতে পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। কেমোথেরাপির দিনগুলোতে খুব কষ্ট পায়। আমরা সকলেই চেষ্টা করছি। ও নিজেই ভাল থাকার চেষ্টা করছে। চিকিৎসকরা চেষ্টা করছেন। কিন্তু ভাল হওয়ার জন্য ওর মনের জোরও দরকার। ও চেষ্টা করছে।”

এই কঠিন পরিস্থিতি সকলকে একসঙ্গে লড়াই করার আহ্বানও জানিয়েছেন তিনি। কিরণ ব্লাড ক্যানসারে আক্রান্ত। সোশ্যাল ওয়ালেই সে খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন অনুপম। কিরণের চিকিৎসা চলছে। কিন্তু কারও সম্পর্কেই এই ধরনের ভুয়ো খবর ছড়ানো উচিত নয় বলে মনে করেন অনুপম। এতে অসুস্থ ব্যক্তির মনেও চাপ পড়ে। তাই যে কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নিতে অনুরোধ করেছেন অভিনেতা।

আরও পড়ুন, Puneeth Rajkumar: পুনীতের আচমকা প্রয়াণ মেনে নিতে পারেননি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক অনুরাগীর

Next Article