বয়কট ডাক উঠেছে আমির খানের বিরুদ্ধে। বয়কট ডাক উঠেছে তাঁর ছবি ‘লাল সিং চাড্ডা’কে কেন্দ্র করেও। কিছু বছর আগে তাঁর এক বক্তব্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত, যার প্রভাব পড়েছে মিস্টার পারফেকশনিস্টের পেশাতেও। বিগ বাজেট ছবি ‘লাল সিং চাড্ডা’ যখন বক্সঅফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে, তখন আমির খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অনুপম খের। তাঁর সাফ কথা, ‘অতীতে কিছু বলে থাকলে তা তো তাড়া করে বেড়াবেই।”
এখানেই না থেমে অনুপম আরও বলেন, “যদি কেউ মনে করে বয়কট ট্রেন্ড চালু করবে তা তারা করতেই পারে। প্রতিদিন টুইটারে নতুন নতুন ট্রেন্ড চালু হয়।” ২০১৫ সালের ঘটনা। এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, তৎকালীন স্ত্রী কিরণ তাঁকে বলেন, ‘আমাদের কি দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। আমির জানিয়েছিলেন, আশেপাশের আবহাওয়া দেখে, প্রতিদিন খবরের কাগজ দেখে তাঁর স্ত্রী ভীত। সন্তানকে নিয়ে চিন্তিত। এরপরেই বিতর্কের ঝড় ওঠে। আমিরকে দেওয়া হয় দেশদ্রোহী তকমা। সে সময়ও আমিরের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন অনুপম। তিনি বলেছিলেন, ‘কিরণকে কি তুমি জিজ্ঞাসা করেছ এই দেশ ছেড়ে কোন দেশে যেতে চায় সে? ওকে কি তুমি বলেছ কোন দেশ তোমায় আমির খান বানিয়েছে”? মাঝে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। সাম্প্রতিক সাক্ষাৎকারেও আমিরকে ছেড়ে কথা বললেন না অনুপম খের।
যদিও ‘লাল সিং চাড্ডা’র প্রচারে অংশ নিয়ে এর আগে তাঁর ২০১৫ সালে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে করা মন্তব্য নিয়ে মুখ খুলেছিলেন আমির নিজেই। জানিয়েছিলেন তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তবু বরফ গলেনি অধিকাংশের। ফলস্বরূপ তাঁর ছবি বয়কট। যে বয়কটে ফল ভুগতে হচ্ছে গোটা লাল সিং চাড্ডা টিমকেই।