Anushka Sharma: আবারও মা হবেন অনুষ্কা? সঞ্জয় জানালেন চমকে দেওয়ার মতো তথ্য

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 02, 2022 | 8:35 AM

Anushka Sharma: ভাগ্য নাকি লিখে রিখেছে তার জন্য আরও এক চমকে দেওয়ার মতো ঘটনা।

Anushka Sharma: আবারও মা হবেন অনুষ্কা? সঞ্জয় জানালেন চমকে দেওয়ার মতো তথ্য
ফের মা হচ্ছেন অনুষ্কা?

Follow Us

১১ জানুয়ারী, ২০২১– মা হন অনুষ্কা শর্মা। পরিবারে আসে ভামিকা কোহালি। কিন্তু ভাগ্য নাকি লিখে রিখেছে তার জন্য আরও এক চমকে দেওয়ার মতো ঘটনা। তিনি নাকি মা হতে পারেন আবারও। বিরাট-অনুষ্কার সংসারে আসতে পারে নতুন অতিথি। জানাচ্ছেন সংখ্যাতত্ত্ববিদ সঞ্জয় বি জুমানি। ভামিকা জন্মের আগে সঞ্জয়ের করা হিসেব মিলে গিয়েছিল অনুষ্কার জীবনে। তিনি বলেছিলেন অনুষ্কা লকডাউনের মধ্যেই মা হবেন। হয়েওছেন তাই। এবার নাকি ওই সংখ্যাতত্ত্ববিদের বক্তব্য, নিজের ৩৭ থেকে ৩৮ বছর বয়সে আবারও সন্তানের জন্ম দেবেন অনুষ্কা। তিনি আরও জানান, বাড়ি নাকি চলে অনুষ্কার নির্দেশে। বিরাট নয়, বাড়ির বস অনুষ্কাই।

তাঁর কথায়, “কোভিডের আগে অনুষ্কার মা আমাদের কাছে এসেছিল। আমি তখনই তাঁকে জানাই ওঁর মেয়ে সন্তান জন্ম দেবেন আর কিছুদিনের মধ্যেই। উনি হেসেছিলেন। বলেছিলেন আপাতত ওঁদের কেরিয়ার ছাড়া আর কোনও প্ল্যানিং নেই। আমার এই হিসেব কোনও জাদুমন্ত্র নয়। সংখ্যা বিচার করেই এমন বলেছিলাম আমি।” প্রথম হিসেব মিলে গিয়েছে। দ্বিতীয় হিসেবও মেলে কিনা সেটাই এখন দেখার বিষয়।

গতকাল অর্থাৎ রবিবারই ৩৪ বছর পূর্ণ করেছেন অনুষ্কা। স্ত্রীর জন্মদিনে এক মিষ্টি পোস্ট করেন বিরাট। তিনি লেখেন, “ভাগ্যিস তুমি জন্মেছিলে। জানি না তোমায় ছাড়া আমি কী করতাম। বাইরে ও ভেতরে– দুই দিক থেকেই তুমি সুন্দর।” অনুষ্কা এখন তাঁর আগামী ছবি নিয়ে ভীষণ ব্যস্ত। ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘চাকদা এক্সপ্রেস’। ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

আরও পড়ুন- মদ্যপ অবস্থায় পড়ে থাকতেন, হাত কেটে নিজেকে শেষ করতে চান জনপ্রিয় অভিনেত্রী

Next Article