Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমির খানের কোন ছবিতে অডিশন দিয়েও সুযোগ পাননি অনুষ্কা?

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনুষ্কার একটি ভিডিয়ো। অনুষ্কার বিভিন্ন ফ্যান পেজ থেকে শেয়ার হয়েছে ভিডিয়োটি। যেখানে দেখা যাচ্ছে, অনুষ্কা অডিশন দিচ্ছেন।

আমির খানের কোন ছবিতে অডিশন দিয়েও সুযোগ পাননি অনুষ্কা?
আমির খান, অনুষ্কা শর্মা।
Follow Us:
| Updated on: Apr 29, 2021 | 3:39 PM

‘থ্রি ইডিয়টস’। আপনি সিনেপ্রেমী হলে ২০০৯-এ মুক্তিপ্রাপ্ত এই ছবি নিশ্চয়ই দেখেছেন। কেউ আবার একাধিকবার দেখেছেন এই ছবি। আমির খান (Aamir Khan), আর মাধরবন, শরমন যোশী, করিনা কাপুর খানের অভিনয়ে মুগ্ধ হয়েছেন আপনি। কিন্তু জানেন কি, এই ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন অনুষ্কা শর্মাও (Anushka Sharma)!

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনুষ্কার একটি ভিডিয়ো। অনুষ্কার বিভিন্ন ফ্যান পেজ থেকে শেয়ার হয়েছে ভিডিয়োটি। যেখানে দেখা যাচ্ছে, অনুষ্কা অডিশন দিচ্ছেন।

View this post on Instagram

A post shared by nushkie♡ (@anushka.loops)

‘থ্রি ইডিয়টস’-এর পরিচালক রাজকুমার হিরানি। আবার ‘মুন্নাভাই এমবিবিএস’-এর পরিচালকও তিনি। এই ছবিতে অভিনয় করেছিলেন গ্রেসি সিং। অডিশনে অনুষ্কাকে ‘মুন্নাভাই এমবিবিএস’-ছবিতে গ্রেসির একটি মনোলগ বলতে দেওয়া হয়।

তবে অডিশনে পাশ করেননি অনুষ্কা। ‘থ্রি ইডিয়টস’-এ অভিনয়ের সুযোগ পাননি তিনি। কিন্তু ২০১৪-এ পিকে ছবিতে রাজকুমার এবং আমির খানের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন নায়িকা। এই তিন ছবির প্রযোজকই ছিলেন বিধু বিনোদ চোপড়া।

আরও পড়ুন, আদরের পোষ্যের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন মিমি চক্রবর্তী

২০০৮-এ শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বনা দি জোড়ি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন অনুষ্কা। এই কয়েক বছরে অভিনেত্রী হিসেবে বি টাউনে নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রযোজক হিসেবেও একের পর এক অন্য ধারার ছবি দর্শককে উপহার দিচ্ছেন। যদিও ‘থ্রি ইডিয়টস’-এ সুযোগ না পাওয়া নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অনুষ্কা।