অর্জুন কাপুরের থেকে বয়সে বেশ অনেকটাই বড় মালাইকা অরোরা। এ নিয়ে ট্রোলিং হয়ে আসছে বিগত বেশ কিছু বছর ধরেই। কখনও এ নিয়ে অর্জুন প্রতিবাদ করেছেন আবার কখনও বা এড়িয়ে গিয়েছেন। এবার এক চ্যাট শোয়ে এই সংক্রান্ত প্রশ্ন করাতেই ভারতীয়দের মানসিকতা নিয়ে সোচ্চার তিনি।
ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, “মানুষের মতামত দিতে ভাল লাগে তাই তাঁরা মতামত দেয়। ভারতে আমরা গসিপ করতে খুব ভালবাসি। আমরা সবাই মহিলা হয়ে যাই। সবাই একই জিনিস নিয়ে আলোচনা করি, এই ওরা কবে বিয়ে করবে? আলোচনা করি, সম্পর্ক কি আদৌ টিকবে? নিন্দা করি, এই ছেলেটার মধ্যে ও কী দেখল? … কেরিয়ার ধ্বংস হয়ে যাবে।”
এখানেই না থেমে অর্জুনে বক্তব্য, “নিজের ব্যাপারে ধারণা পরিবর্তন করতে শুধু একটি শুক্রবার বা একটি সাক্ষাৎকারের দরকার হয়। প্রতি সাক্ষাৎকারের পরেই তা পরিবর্তিত হতে থাকে।” ২০১৯ সালে প্রথম বার নিজেদের সম্পর্কে কথা জনসমক্ষে স্বীকার করে নেন মালাইকা ও অর্জুন। মাঝে রটেছিল তাঁদের বিচ্ছেদের খবর, তবে সে সব শুধু রটনাই।
শোনা যায়, অর্জুনের প্রেমে পরার পরই আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য থেকে বেরিয়ে আসেন মালাইকা। তাঁদের টিনএজার ছেলেও রয়েছে। এই সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ বৃত্তের বাইরে একেবারেই আলোচনা করতে চান না অর্জুন এবং মালাইকা। তাঁদের বিয়ের পরিকল্পনা নিয়ে আগেই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখন অর্জুন স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে করলে লুকিয়ে রাখবেন না তিনি।