সম্প্রতি ‘ধকড়’ ছবির শুটিং শেষ করেছেন অর্জুন রামপাল। সেই ছবিতে সাদা চুলে দেখা যাবে অভিনেতাকে। সাদা বলা ভুল, চরিত্রের স্বার্থে অর্জুনের ব্লন্ড চুল ছিল সেই ছবিতে। ছবির শুটিং শেষ। তাই লুক বদল। দিন কয়েক আগে সঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেত্রিয়াদেস ও পুত্র আরিকের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন অর্জুন রামপাল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ভ্রমণের ছবি। সেখানেও দেখা যায় অর্জুনের ব্লন্ড লুক।
শনিবার স্যালোঁ থেকে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন অর্জুন রামপাল। দেখা যাচ্ছে তাঁর একমাথা ব্লন্ড চুল হাওয়া। পুরোটাই কালো হয়ে গিয়েছে। অর্জুনের পরবর্তী ছবিতে সেটাই তাঁর লুক হতে চলেছে। ক্যাপশনে অর্জুন লিখেছেন, “কালোতে ফিরলাম। আরও একটা চরিত্রের প্রস্তুতি।” ক্যাপশনের হ্যাশট্যাগে অর্জুন উল্লেখ করেছেন সেই ছবির নাম – ‘দ্য রিটার্ন’। জার পিকচার্সের প্রযোজনায় তৈরি হচ্ছে সেই ছবি। তাঁকে নতুন লুকটি দিয়েছেন বন্ধু হেয়ারড্রেসার আলিম হাকিম। তাঁকেও পোস্টে ধন্যবাদ জানিয়েছেন অর্জুন।
নতুন লুকে অনেকটাই বয়স কমে গিয়েছে অভিনেতার। বেশ স্টাইলিশ দেখতে লাগছে তাঁকে। রয়েছে হালকা দাড়িও। ছবির নীচে প্রেমিকা গ্যাব্রিয়েলা যদিও কমেন্ট করে লিখেছেন, অর্জুনের ব্লন্ড লুকই তাঁর বেশি পছন্দ ছিল। কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলেন সপরিবারে। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের টাইমলাইন বলে দেয়, নিজের পরিবারকে কতখানি প্রাধান্য দেন অভিনেতা।
কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘ধকড়’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অর্জুন রামপাল। একটি ওয়েব সিরিজে তাঁকে দেখা যায় শেষবার। সেখানে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন।
আরও পড়ুন: ছেলেকে ছেড়ে এটা কাকে কোলে বসিয়েছেন কোয়েল; ব্যাপারখানা কী?
আরও পড়ুন: ঋষি কাপুরের জীবনের শেষ ছবি; একই রকমের জামা পরে সেখানে কী করছেন পরেশ রাওয়াল?