“রণবীর-ফাতিমাদের সঙ্গে কাজ করলে আমাকেও মানুষ নোটিস করবে,” ‘অজীব দাস্তানস’ খ্যাত আরমান রালহান

আস্তে-ধীরে কেরিয়ারে নিজের জায়গা তৈরি করছেন আরমান। লিড বা মুখ্য চরিত্রে কাজ করা তাঁর উদ্দেশ্য নয়। কেরিয়ারের শুরুতে নামী ও প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান। তৈরি করতে চান দুর্দান্ত ফিল্মোগ্রাফি।

রণবীর-ফাতিমাদের সঙ্গে কাজ করলে আমাকেও মানুষ নোটিস করবে, ‘অজীব দাস্তানস’ খ্যাত আরমান রালহান
আরমান রালহান।
Follow Us:
| Updated on: May 21, 2021 | 8:21 PM

কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পায় ‘অজীব দাস্তানস’ ছবিটি। চারটি গল্পের সংমিশ্রণে ছবি। একটি গল্পে ছিলেন জয়দীপ আহলাওয়াত ও ফাতিমা সানা শেখ। সেই গল্পে ছিলেন আরও এক অভিনেতা আরমান রালহান। আরমানের ফিল্ম জগতে প্রবেশ ২০১৬ সালে। ছবির নাম ‘বেফিকরে’। রণবীর সিং, বাণী কাপুরের ছবি।

আস্তে-ধীরে কেরিয়ারে নিজের জায়গা তৈরি করছেন আরমান। লিড বা মুখ্য চরিত্রে কাজ করা তাঁর উদ্দেশ্য নয়। কেরিয়ারের শুরুতে নামী ও প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান। তৈরি করতে চান দুর্দান্ত ফিল্মোগ্রাফি।

আরও পড়ুন আমি আর শাহরুখ বিড়িও ভাগ করে টেনেছি: মনোজ বাজপেয়ী 

পার্শ্বচরিত্র করতে গিয়ে স্টিরিওটাইপ হওয়ার আশঙ্কা থেকেই যায়। চট করে লিড রোলে সুযোগ দিতে চায় না কেউ। সেদিক থেকে দেখতে গেলে আরমানের চিন্তাভাবনা একটু অন্যরকম। সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে আরমান বলেছেন, “এতে কোনও রকম ঝুঁকি দেখতে পাচ্ছি না। নতুন হিসেবে এমনিতেই আমার জন্য হাইপ তৈরি হবে না।

কেরিয়ারের এই সময়টায় আমি আছি বলে ছবি দেখতে আসবে না দর্শক। তার কারণ, আমি এখনও এমন কিছু প্রমাণ করতে পারিনি, যেখানে মানুষ এক ডাকে আমায় চিনবে। দর্শক মনে সেই বিশ্বাসটাই এখনও অর্জন করতে পারিনি। ফলে প্রথমে রণবীর সিং, জয়দীপ আলাহাওয়াত, ফাতিমা সানা শেখের মতো তারকাদের সঙ্গে কাজ করছি। তাঁদের মানুষ আগে থেকেই চেনেন। তাঁদের পাশে কাজ করলে আমরাও পরিচিতি বাড়বে।”

শোবিজ ইন্ডাস্ট্রিতে এভাবেই পরিচিতি বাড়ে বলে মনে করেন আরমান। এভাবেই হয়তো একদিন তাঁকে চিনে তাঁর ছবি দেখবে দর্শক। বলেন, “এখন ধীরে ধীরে অনেক সংখ্যক ছবিতে কাজ করে নিজের পাকাপোক্ত ফিল্মোগ্রাফ তৈরি করতে চাইছি। এভাবেই হয়তো মানুষ আমাকে চিন্তে পারবে। খুব বেশি ঝুঁকি নিয়ে ফেলছি কিনা সেটাও বুঝতে পারছি না।”