Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমি আর শাহরুখ বিড়িও ভাগ করে টেনেছি: মনোজ বাজপেয়ী

আপাতত মনোজ তাঁর নতুন ওয়েব সিরিজ, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। ৪ জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে।

আমি আর শাহরুখ বিড়িও ভাগ করে টেনেছি: মনোজ বাজপেয়ী
মনোজ-শাহরুখ।
Follow Us:
| Updated on: May 21, 2021 | 7:33 PM

‘কৈশর বয়স’-এর স্মৃতিপথে হাঁটলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সহকর্মী-বন্ধু শাহরুখ খানের সঙ্গে তিনি যে সময় কাটিয়েছিলেন তা আবারও স্মরণ করলেন অভিনেতা। এক সময়ে সিগারেট-বিড়ি ভাগ করে খেয়েছেন দুই অভিনেতা। শাহরুখ ছিলেন ‘চার্মার’। মনোজ বলেন যে এই মেয়ে মহলে মধ্যে ভীষণ জনপ্রিয় ছিলেন কিং খান।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মনোজ বলেন যে শাহরুখই তাঁকে প্রথমবার দিল্লিতে একটি ডিস্কোথেকে নিয়ে গিয়েছিলেন। মনোজ-শাহরুখ দু’জনেই দিল্লিতে ব্যারি জনের থিয়েটার গ্রুপের অংশ ছিলেন। প্রয়াত যশ চোপড়া পরিচালিত ‘বীর-জারা’তেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

আরও পড়ুন অনন্যা রয়েছেন ফিল্মে কিন্তু ‘প্রেমিক’ ইশান বাদ গেলেন দীপিকা অভিনীত ছবি থেকে!

মনোজ বলেন “… একমাত্র ও-ই (শাহরুখ) ছিল যে মারুতি ভ্যানে আসত সেই সময়ে। একটি মারুতি ভ্যান, লাল রঙের, এখনও আমার মনে আছে, ও আমাকে প্রথমবার ডিসকোথেকে নিয়ে যায়। দিল্লির তাজে। আমরা খুব ছোট ছিলাম, আমাদের কৈশর বয়স। তখন ওর সঙ্গে আমার দেখা। ও কিছু সময়ের জন্য ব্যারি জন গ্রুপের অংশ ছিল।”

মনোজ আরও বলেন, “আমরা সিগারেট, বিড়ি, যা কিছু আমাদের সামর্থ্যের মধ্যে ছিল তা ভাগ করে নিতাম। ও সবসময়ই একজন মনোমুগ্ধকর ছিল। আমরা যে গ্রুপে কাজ করেছিলাম সেখানকার মেয়েদের মধ্যে ভীষণ জনপ্রিয় ছিল। ও নিজের কথাতে সব মাত করে ফেলত।”

আপাতত মনোজ তাঁর নতুন ওয়েব সিরিজ, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। ৪ জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে।  সিরিজে দ্বিতীয় সিজনে দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকেও দেখা যাবে। অন্যদিকে শাহরুখকে শেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’-তে দেখা গিয়েছিল। বছরের শুরুর দিকে, তিনি দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে আসন্ন ফিল্ম ‘পাঠান’-এর শুটিং ব্যস্ত ছিলেন। ‘ব্রহ্মাস্ত্র’-তেও একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে কিং খানকে। আলিয়া এবং রণবীর অভিনয় করেছেন মুখ্য চরিত্রে।