AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনন্যা রয়েছেন ফিল্মে কিন্তু ‘প্রেমিক’ ইশান বাদ গেলেন দীপিকা অভিনীত ছবি থেকে!

পারিবারিক ছবিতে ফিটনেস উৎসাহী এবং ট্রেনারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর-পত্নী।

অনন্যা রয়েছেন ফিল্মে কিন্তু 'প্রেমিক' ইশান বাদ গেলেন দীপিকা অভিনীত ছবি থেকে!
অনন্য়া-ইশান-দীপিকা।
| Updated on: May 21, 2021 | 6:42 PM
Share

শকুন বতরা তাঁর পরবর্তী প্রজেক্টের ঘোষণা করলেন। একটি পারিবারিক ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডে। নির্মাতারা এখনও অনন্যার বিপরীতে অভিনেতার খোঁজ চালাচ্ছেন। ধৈর্য কারওয়াকেও লক করে রেখেছেন বতরার টিম। এমন অনেক অভিনেতা ছিলেন যাঁদের এই ছবিতে ভাবা হয়েছিল, যেমন ’বুলবুল’ খ্যাত অভিনেতা অবিনাশ তিওয়ারি। তবে, অবশেষে জায়গা করে নিলেন ধৈর্য।

অনেকেই জানেন না যে অনন্যার বর্তমান বয়ফ্রেন্ড ইশান খট্টরও, সিদ্ধান্তের পাশাপাশি এই ছবির দৌড়ে প্রতিযোগী ছিলেন। প্রাথমিকভাবে, একেবারে তরুণ কাস্ট নিয়েই ছিল প্রজেক্টটি।  ছবিটি একাধারে যেন আরও আকর্ষণীয় হয়ে ওঠে এবং একইসঙ্গে খুব কমার্শিয়াল ও না হয়। ইশান এবং অনন্যার দু’জনের ছবিটি করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি কার্যকর হয়নি।

আরও পড়ুন দেখুন ছবি: আদিত্য চোপড়ার জন্মদিনে জেনে নিন তাঁর জীবনের অজানা গল্প

সূত্রের খবর, “দীপিকাকে যখন সিদ্ধান্তের বিপরীতে নেওয়া হয়, তখন সব কিছু বদলে যায়। কয়েকটা ফিল্মের চুক্তি না হওয়ার পরে করণ জোহর ও ইশান সম্পর্ক একেবারে উষ্ণ হয়ে ওঠেনি। এছাড়াও গল্পটি এমন যে ধৈর্যর চরিত্রের সঙ্গে দীপিকার চরিত্রের এক ঘনিষ্ঠতা রয়েছে। বিবাহ-বহির্ভুত সম্পর্ক নিয়ে একটি জটিল গল্প এবং ইশানকে দীপিকার বিপরীতে বড় অদ্ভুত লাগত। তাঁকে খুব অল্প বয়স্ক দেখাত এবং তাই শকুন পরিবর্তে ধৈর্যকে ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।  ছবিতে বিবাহ-বহির্ভুত সম্পর্ক সংবেদনশীলতার সঙ্গে দেখতে চলেছেন শকুন। একেবার ইমোশনাল ওয়াচ হতে চলেছে এই ছবি।”

দীপিকা একজন ফিটনেস ইনস্ট্রাক্টরের চরিত্রে অভিনয় করেছেন। যদিও অনেকে জানেন যে গল্পে একটি সেলিব্রিটি ফিটনেস প্রশিক্ষকের উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে। তবে, ধর্মা প্রোডাকশনের টিম এবং লেখকরা এটাকে অস্বীকার করেছেন। তবে হ্যাঁ, এটা সত্যি যে তিনি এই পারিবারিক ছবিতে ফিটনেস উৎসাহী এবং ট্রেনারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর-পত্নী।