Shahrukh-Aryan: প্রথমবার একফ্রেমে অভিনয়ে শাহরুখ-আরিয়ান, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল 

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 25, 2023 | 5:20 PM

Viral Video: আরিয়ান খানের পরিচালনায় এবার শাহরুখ খান। এক পোশাকের বিজ্ঞাপন তৈরির প্রস্তাব পেয়েছিলেন আরিয়ান। সেখানেই বাবাকে কাস্ট করা।

Shahrukh-Aryan: প্রথমবার একফ্রেমে অভিনয়ে শাহরুখ-আরিয়ান, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল 

Follow Us

মাদককাণ্ডে আরিয়ান খানের নাম জড়ানোর পর থেকে যেভাবে শাহরুখ খান আরিয়ান খানের পাশে দাঁড়িয়েছিলেন, তা এক কথায় প্রশংসনীয়। প্রকৃত বাবাই বটে। একবাক্যে সকলেই বলেছিলেন এই কথা। এবার আরিয়ান খানের প্রথম কাজেও তার ছাপ বর্তমান। আরিয়ান খানের পরিচালনায় এবার শাহরুখ খান। এক পোশাকের বিজ্ঞাপন তৈরির প্রস্তাব পেয়েছিলেন আরিয়ান। সেখানেই বাবাকে কাস্ট করা। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই প্রশংসিত কিং-পুত্র। না, কেবল পরিচালনাই নয়, আরিয়ান দস্তুর মতো অভিনয়ও করলেন এই শর্ট ভিডিয়োতে। বুদ্ধিদীপ্ত চোখ, প্রজেক্ট নিয়ে কপালে চিন্তার ভাঁজ। কিছুতেই যেন মনের মতো কিছু তৈরি করে উঠতে পারছেন না।

হাল ছেড়ে যখন চলে যায় আরিয়ান, ঠিক তখনই আসেন শাহরুখ, ছেলের চেষ্টাকে সম্মান দিতে তাতেই চালানেন রং তুলি। আর তৈরি হল ব্র্যান্ডের লোগো। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ভিডিয়ো। এই পোশাক সংস্থা আসতে চলেছে ৩০ এপ্রিল। শাহরুখ খান ও আরিয়ানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কারণে মুক্তির আগেই ভাইরাল ব্র্যান্ড। সোমবার বিকেল থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে।

শাহরুখ খানকে পরিচালনা করতে পারা এক কথায় ভাগ্যের ব্যপার। সেই সৌভাগ্য কেরিয়ারের শুরুতেই হল আরিয়ান খানের। ছেলের আবদার রাখলেন কিং খান। বাবাকে পরিচালনা করতে চেয়েছিলেন আরিয়ান বহু আগেই। ইচ্ছেও প্রকাশ করেছিলেন আরিয়ান। তবে এবার সেই স্বপ্নপূরণ হল আরিয়ানের। ছেলের ফ্রেমে ঠিক কেমন দেখায় শাহরুখকে, তা দেখের জন্য মুখিয়ে ছিলেন সকলেই। বাবাকে নিয়ে বড় প্রজেক্টে এবার নজর কাড়লেন আরিয়ান খান। একঝলক শেয়ারও করে নিলেন ভক্তদের সঙ্গে।

ভিডিয়োর শুরুতেই আরিয়ান খানের চোখ দুটো দেখা যায়, এক ঝলকে যা হুবহু শাহরুখ বলেই মনে হয়। স্টানিং লুক, উপস্থাপনায় বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নজরে এলেন আত্মবিশ্বাসী আরিয়ান। সকলের নজর কাড়লেন স্টারকিড।

Next Article