Virat-Anushka: অনুষ্কাকে জাপটে ধরার চেষ্টা, মেজাজ হারালেন বিরাট

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 27, 2023 | 4:58 PM

Virat-Anushka: চতুর্দিকে গিজগিজ করছে ভিড়। চারিপাশ দিয়ে ছেঁকে ধরেছেন ফটোশিকারিরা। এরই মধ্যে স্ত্রী অনুষ্কা শর্মার গা ঘেঁষতেই জনৈক এক ব্যক্তির উপর মেজাজ হারালেন বিরাট কোহালি।

Virat-Anushka: অনুষ্কাকে জাপটে ধরার চেষ্টা, মেজাজ হারালেন বিরাট
বিরাট-অনুষ্কা।

Follow Us

চতুর্দিকে গিজগিজ করছে ভিড়। চারিপাশ দিয়ে ছেঁকে ধরেছেন ফটোশিকারিরা। এরই মধ্যে স্ত্রী অনুষ্কা শর্মার গা ঘেঁষতেই জনৈক এক ব্যক্তির উপর মেজাজ হারালেন বিরাট কোহালি। সপ্তাহান্তে বেঙ্গালুরুর এক রেস্তরাঁয় স্ত্রীর সঙ্গে খেতে গিয়েছিলেন বিরাট। সেখান থেকে বের হওয়ার সময়েই জনতা ঘিরে ধরেন তাঁদের। ভিড় এতই বাড়তে থাকে যে ক্রমে তা চলে যায় হাতের বাইরে। ভিড় ক্রমে এগিয়ে আসতে থাকে অনুষ্কার উপর। ক্রমে তা গায়ের উপর উঠে পড়ে অনুষ্কার। এমনিতেই রগচটা বলে পরিচিত বিরাট। অনুষ্কার উপর এ হেন আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। কোনও ক্রমে সেখান থেকে বেরিয়ে আসেন দু’জনে।

 

 

আইপিএলে (IPL 2023) বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আরসিবির নিয়মিত অধিনায়ক ফাফ ডু’প্লেসি গত ২টি ম্যাচে ক্যাপ্টেন্সি করেননি। তাঁর জায়গায় আরসিবির শেষ ২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। পরপর ২টি ম্যাচে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রবি-বিকেলে ঘরের মাঠে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল আরসিবি। চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির খেলা দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন বিরাট কোহলির স্ত্রী, তথা বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ম্যাচের মধ্যে মাঠ থেকেই অনুষ্কার দিকে ফ্লাইং কিস দিতেও দেখা যায় বিরাটকে। শুধু কি তাই? ম্যাচ শেষে দু’জনে অনুষ্কার এক ছবির গানে নাচও করেন। সেখানে আবার এক বিপত্তিও ঘটে। বিরাটের পায়ের পেশিতে লাগে টান। তবে তা গুরুতর নয়। কারণ, এর পর দু’জনকে ব্যাডমিন্টনও খেলতে দেখা যায়। বিয়ের বেশ কিছু বছর পার করে ফেলেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। দু’জনের সম্পর্ক বেশ ভাল। নেই কোনও গুঞ্জনও। প্রেমেই বাঁচেন তাঁরা। থাকেন ভালবাসায়।

Next Article