Shoot Postponed: বাংলায় তাপপ্রবাহ, মাঝপথেই স্থগিত বলিউডের ছবি শুট

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 25, 2023 | 2:57 PM

Heatwave: বলা বাহুল্য এ সিনেমার মূল চরিত্রে রয়েছেন নবাগত অভিনেতা অর্ক এবং আলিয়া। কোরিওগ্রাফিতে রয়েছেন শ্রীকান্ত জার প্রিন্স।  জেলার বিভিন্ন জায়গায় চলে এই ছবির শ্যুটিং।

Shoot Postponed: বাংলায় তাপপ্রবাহ, মাঝপথেই স্থগিত বলিউডের ছবি শুট

Follow Us

বাংলার বুকে রয়েছে একাধিক সুন্দর লোকেশন, বহু বলিউড ছবির শুটিং বিভিন্ন লোকেশনে হয়ে থাকে। বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে। তালিকায় থাকে দার্জিলিং আরও অন্যান্য জায়গা। তবে বলিউড অতীতে কখনই মুর্শিদাবাদ জেলাকে আবিষ্কার করেনি। যার ঐতিহাসিক মূল্য বিস্তর। সেই এলাকাতেই এবার প্রথন বলিউড ছবির শুট। এপ্রিল মাসের শুরুতেই হই হই করে শুরু হয়েছিল ছবির কাজ। অভিনয়ে রয়েছে বলিউডের নামী অভিনেতা রাজপাল যাদব। চলতি মাসের ৮ তারিখ থেকে রমরমিয়ে শুট শুরু হলেও তা শেষ কার সম্ভবপর হল না। মাঝে সমস্যা হয়ে দাঁড়াল তাপপ্রবাহ। এবছর এপ্রিল মাসের মাঝেই তাপমাত্রার পারদ ছিল তুঙ্গে। ৪৩ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় পারদ। ফলে বাইরে শুট করা সম্ভবপর হচ্ছি না বলেই থামাতে হল শুটিং।

২০ এপ্রিল বন্ধ হয় শুট। তবে খানিক বিরতির পরই আবারও টিম বাংলা আসবে। শুট বাতিল নয়, কেবল কিছুদিন পিছিয়ে দেওয়া হয় শিডিউল। মে মাস পড়তেই আবারও শুরু হবে অর্ক প্রযোজনায় সারফারাজ খানের পরিচালনার ছবি লাইফ ইজ মাই লাইফের শুটিং। ছবিতে রাজপাল যাদবের সঙ্গে অভিনয়ে থাকছেন ভারত কলও।

তবে এপ্রিল মাসেই ছবির শুট শেষ হওয়ার কথা ছিল। আবহাওয়ার কারণে বেশ কিছুটা পিছিয়ে যায় এই শিডিউল। যার ফলে এখন বেশকিছুদিন স্থগিত রাখা হয়েছে ছবির কাজ।

বলা বাহুল্য  এ সিনেমার মূল চরিত্রে রয়েছেন নবাগত অভিনেতা অর্ক এবং আলিয়া।কোরিওগ্রাফিতে   রয়েছেন শ্রীকান্ত জার প্রিন্স।  জেলার বিভিন্ন জায়গায় চলে এই ছবির শ্যুটিং। নির্দিষ্টি সময়ই পৌঁছে গিয়েছিলেন অভিনেতা-অভিনেত্রী সহ প্রযোজক ডিরেক্টর পুরো টিম। তারপর চলেছে শুট, জোর কদমে রিহার্সেল এবং ফাইনাল শ্যুটিং।

Next Article