Ranbir-Alia: বলিউডের এই ব্যক্তির কারণেই প্রেম শুরু হয় আলিয়া-রণবীরের, কে তিনি?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Dec 18, 2021 | 5:38 PM

২০১৭ নাগাদ রালিয়ার প্রেমের শুরু। অয়নের ছবি ব্রহ্মাস্ত্রতে একসঙ্গে কাজ করতে এলেন দুজনে। ক্রমে বন্ধুত্ব হয়। সেখান থেকেই আরও গভীর বন্ধুত্ব। এবং পরিশেষে প্রেম। তবে অয়ন চাননি তাঁদের প্রেমের কথা লোকমুখে চাউর হোক।

Ranbir-Alia: বলিউডের এই ব্যক্তির কারণেই প্রেম শুরু হয় আলিয়া-রণবীরের, কে তিনি?
বলিউডের এই ব্যক্তির জন্যই প্রেম শুরু হয় আলিয়া-রণবীরের, কে তিনি?

Follow Us

আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেমের কথা এখন কারও অজানা নয়। কিন্তু একটা সময় তাঁদের দুজনের মধ্যে প্রেম তো দূর কি বাত, বন্ধুত্বও ছিল না তেমন। রালিয়া জুটির মধ্যে কে মারলেন বাণ? কীভাবে হল তাঁদের প্রেম? পুরো কৃতিত্বটাই অয়ন ও আলিয়ার বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের। ওই জুটিকে নিয়ে নাকি প্রথম থেকেই বেশ পজেসিভ ছিলেন অয়ন। কীভাবে হয়েছিল প্রেমটা?

২০১৭ নাগাদ রালিয়ার প্রেমের শুরু। অয়নের ছবি ব্রহ্মাস্ত্রতে একসঙ্গে কাজ করতে এলেন দুজনে। ক্রমে বন্ধুত্ব হয়। সেখান থেকেই আরও গভীর বন্ধুত্ব। এবং পরিশেষে প্রেম। তবে অয়ন চাননি তাঁদের প্রেমের কথা লোকমুখে চাউর হোক। তাঁর কথায়, “আমি চেয়েছিলাম আমার ছবির মুক্তির আগে ওঁদের দুজনকে যেন একসঙ্গে দেখা না যায়। আর সেই কারণেই আমার ছবি করার সময় সব সময় ওদের চোখে চোখে রাখতাম আমি। যখনই একসঙ্গে বের হতো আমি আক্ষেপ করে বলতাম, ‘তোমরা দুজনে মিলে আমার ছবিটাকে শেষ করে দিচ্ছ’। ” যদিও সে সব এখন অতীত। ছবি মুক্তি না পেলেও রালিয়া প্রেমের কথা জানে না এমন কেউ নেই। অতিমারির জন্য তাঁদের বিয়েও পিছিয়ে যাচ্ছে বারংবার। যদিও আগামী বছরেই রণবীরের গলায় মালা দিতে চলেছেন আলিয়া– বি-টাউনে আপাতত তেমনটাই শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, আগামী বছরের সেপ্টেম্বরের ৯ তারিখে মুক্তি পেতে চলেছে আধুনিক মিথোলজি ‘ব্রহ্মাস্ত্র’। এ যাবৎ বলিউডের অন্যতম ব্যয়বহুল ছবি এটি। যা যুগ্ম প্রযোজনা করেছে ধর্ম প্রযোজনা সংস্থা ও ফক্স স্টার স্টুডিয়ো। ছবিটি গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে ছবির শুটিং বাকি থাকায় তা পিছিয়ে যায়। ছবিতে রয়েছেন, রণবীর-আলিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, ডিম্পল কাপাডিয়া ও মৌনী রায়।

আরও পড়ুন- Indrani Halder: শ্রীময়ীকে দেখে হিংসে হয়, ওঁর মতো আমারও যদি এক রোহিত সেন থাকত: ইন্দ্রাণী হালদার

Next Article