বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে বেশ কিছু বছর ধরেই চর্চা তুঙ্গে। দাদাগিরি রিয়্যালিটি শোয়ের এই প্রসঙ্গে মুখও খুলেছিলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের চরিত্রে পর্দায় তিনি কাকে দেখতে চান, এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। একই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। এরপরই শোনা যায় বলিউডের অন্দরমহলে এই বায়োপিক নিয়ে কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, রণবীর কাপুরের কাছে এই ছবির প্রস্তাব পৌঁছে গিয়েছে। তবে এবার সামনে আসলেও আসল নাম। না, কাপুর পরিবারের কাছে নয়, বরং এই ছবি প্রস্তাব পেলেন আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানা বরাবরই খুব ভাল ক্রিকেট খেলতে পারেন। আর এই ছবিতে নির্বাচন হওয়ার জন্য প্রাথমিক শর্ত ছিল এটাই। অভিনয়ের দিক থেকেও আয়ুষ্মান খুরানা কোনওদিন কোনও খামতি ছাড়েননি, তাই এবার প্রযোজক থেকে পরিচালক, সকলেই আস্থা রাখছেন আয়ুষ্মান খুরানোর উপরে।
তবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ছিল জল্পনা তুঙ্গে। কিন্তু আয়ুষ্মান খুরানা এই নিয়ে কখনই মুখ খোলেননি। তিনি ভাল ক্রিকেট খেলেন, সেই জন্যই প্রাথমিকভাবে তাঁকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়, তবে এবার এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মন্তব্য করে বসেন আয়ুষ্মান খুরানা। তাঁর ইচ্ছেপূরমের তালিকায় থাকা একটি ছবি তিনি করতে চলেছেন। এও জানিয়ে দেন, সেই ছবি ক্রিকেটকে কেন্দ্র করেই। আয়ুষ্মানের এই মন্তব্য শোনার পর থেকেই দুইয়ে দুইয়ে চার করে নিতে খুব একটা অসুবিধে হল না। ফলে সকলেই এখন অধীর আগ্রহে অপেক্ষায় দিনগুনছেন, কবে এই ছবির কাজ শুরু হবে। শোনা গিয়েছিল চলতি বছরের শেষ পর্যন্ত দুই মাস ব্যটে-বলে তাল মিল করতে ব্যস্ত থাকবেন আয়ুষ্মান। দেখা করবেন দাদার সঙ্গে, নেবেন টিপস। জানছেন আদব-কায়দা আর সেই অনুযায়ী প্র্যাকটিস করছেন রাত দিন। তারপরই এই ছবির কাজ শুরু হওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে বলিউড সূত্রে।