Shahrukh Khan-Akshay Kumar: বারবার অক্ষয়ের সঙ্গে কাজ করা থেকে সরে আসেন শাহরুখ; কোন ভীতি তাড়িয়ে মারে কিং খানকে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 29, 2023 | 2:25 PM

Bollywood Inside: 'দিল তো পাগল হ্যায়'তে একসঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার এবং শাহরুখ খান। অক্ষয়ের ব্লকবাস্টার ছবি 'হে বেবি'তে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে শাহরুখ-অক্ষয়কে। ব্যাস, ওইটুকুই। তারপর আর একে-অপরের সঙ্গে কাজ করেননি এই দুই বলিউড মহাতারকা।

Shahrukh Khan-Akshay Kumar: বারবার অক্ষয়ের সঙ্গে কাজ করা থেকে সরে আসেন শাহরুখ; কোন ভীতি তাড়িয়ে মারে কিং খানকে
শাহরুখ এবং অক্ষয়।

Follow Us

‘দিল তো পাগল হ্যায়’তে একসঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার এবং শাহরুখ খান। অক্ষয়ের ব্লকবাস্টার ছবি ‘হে বেবি’তে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে শাহরুখ-অক্ষয়কে। ব্যাস, ওইটুকুই। তারপর আর একে-অপরের সঙ্গে কাজ করেননি এই দুই বলিউড মহাতারকা।

কিন্তু কেন? দুই তারকা কেন একসঙ্গে আর বেশি ফ্রেম শেয়ার করলেন না। এর কারণ জানিয়েছেন শাহরুখ স্বয়ং। এর কারণ নাকি অক্ষয়ের জীবনযাত্রা, যা মাত্রাতিরিক্ত অনুশাসনে পরিপূর্ণ বলে মনে হয় শাহরুখের। কিং খান মনে করেন, তিনি এবং অক্ষয় এক্কেবারে বিপরীত মেরুর মানুষ। কোনও কিছুই মেলে না তাঁদের। ‘তোমার হল শুরু আমার হল সারা’র মতো অবস্থা। ফলে তাঁদের একসঙ্গে পথা চলা সম্ভব নয় কোনও মতেই।

শাহরুখ বলেছিলেন, “এ ব্যাপারে কী আর বলব। আমি ওর মতো এত সকালে ঘুম থেকে উঠি না। আমি ঘুমতে যাই যখন, অক্ষয় ওঠে তখন। ওর দিন শুরু হয় অনেক আগে। আমি যখন কাজ করতে শুরু করি অক্ষয়ের প্যাকআপ হয়ে যায়। তাই ও অনেক সময় নিয়ে কাজ করতে পারে। আমি নিশাচর। আমার মতো অনেকেই রাতে শুটিং করতে পছন্দ করেন না। অক্ষয়ের সঙ্গে কাজ করা মজার অভিজ্ঞতা। কিন্তু নিশ্চিত জানি, আমাদের সেটে কখনও দেখাই হবে না। ওর বাড়ি যাওয়ার সময় আমি সেটে আসব। তাই ওর সঙ্গে কাজ করার ষোলোআনা ইচ্ছা থাকলেও, আমাদের সময় ম্যাচ করবে না।”

Next Article