কখনও তিনি স্পার্ম ডোনার, আবার কখনও বা সমকামীর চরিত্রে… তবে এ বার সে সব বাদ দিয়ে আয়ুষ্মান খুরানা হাজির ডাক্তার হয়ে। শুরু হয়েছে আয়ুষ্মানের পরবর্তী ছবি ডক্টর জি’র শুটিং। এ বার প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক।
ল্যাব কোট, পকেটে স্টেথোস্কোপ আর হাতে ডাক্তারি বই নিয়ে তিনি যেন সত্যিকারের ডাক্তার বাবু। ছবি শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, “ডক্টর জি তৈরি হয়ে বেড়িয়েছে। এ বার শুটিং শুরু হবে।” শুটিং অবশ্য আগেই শুরু হয়ে গিয়েছে। ভূপালে চলছে ছবির শুটিং। ছবিতে আয়ুষ্মানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রাকুল প্রীত সিংকে। রাকুল যদিও এখনও টিমের সঙ্গে যোগদান করেননি। আয়ুষ্মানের চরিত্রের নাম ডাঃ উদয় সিং। রাকুলকে দেখা যাবে ডাঃ ফাতিমার চরিত্রে। সে একজন ডাক্তারির ছাত্রী। আয়ুষ্মান ছবিতে তাঁর সিনিয়র।
‘ডক্টর জি’র প্রযোজক জাংলি পিকচার্স। এর আগে ‘বাধাই হো’ এবং ‘বারেলি কি বারফি’র মতো ছবি তৈরি করেছে এই প্রযোজনা সংস্থা। ছবির পরিচালক অনুভূতি কাশ্যপ। তিনি সম্পর্কে অনুরাগ কাশ্যপের বোন। শুরু থেকেই ‘ডক্টর জি’র মেকিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আয়ুষ্মান। বলি অন্দর বলছে, ছবির চিত্রনাট্য নাকি অসাধারণ। ছবি কতটা পছন্দ হবে দর্শকের, তা বলবে সময়…।
Doctor G taiyyar ho kar nikle hain. Ab hogi shooting! #DoctorGFirstLook@anubhuti_k @JungleePictures @Rakulpreet @ShefaliShah_ #SheebaChadha #AbhayChintamaniMishr #SumitSaxena #SaurabhBharat #VishalWagh pic.twitter.com/4AaBXHTEts
— Ayushmann Khurrana (@ayushmannk) July 19, 2021
আরও পড়ুন: ফারহানেরই মস্তিষ্কপ্রসূত ‘তুফান’; জানালেন পরিচালক