Ranbir Kapoor: বাবা হওয়া নিয়ে রণবীরের মন্তব্য, মনে করিয়ে দিল ঋষি কাপুরের পরামর্শ

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jul 18, 2022 | 8:07 AM

Ranbir Kapoor: রণবীরের এই কথা মনে করিয়ে দিচ্ছে ঋষি কাপুরের পুরোনো এক সাক্ষাৎকারের কথা। যেখানে তিনি বলেছিলেন, “রণবীর এখন ৩৫, আর এটাই সঠিক সময় বিয়ে করার।

Ranbir Kapoor: বাবা হওয়া নিয়ে রণবীরের মন্তব্য, মনে করিয়ে দিল ঋষি কাপুরের পরামর্শ
রণবীর কাপুরের সন্তান ভাবনা-চিন্তা

Follow Us

১৪ এপ্রিল ২০২২ বিয়ে করেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia bhatt)। বিয়ের মাস দুই যেতে না যেতেই আলিয়া সকলকে তাঁদের প্রথম সন্তান আসার সুখবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান। শুভেচ্ছার বন্যা পাওয়ার পাশাপাশি অনেকের মনেই প্রশ্ন ওঠে আলিয়া সবে ২৯। কেন এত তাড়াতাড়ি মা হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি? আলিয়াকে হাতের কাছে এখনও পাওয়া যায়নি, কিন্তু রণবীরকে পাওয়া যাচ্ছে। কারণ তিনি এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘শামশেরা’-র প্রচারে। আর সেখানেই তাঁর কাছে প্রশ্ন যায় সন্তান নিয়ে। যাতে প্রথমে রণবীর জানিয়েছিলেন  তিনি এবং আলিয়া বিয়ের আগে থেকেই  বাবা-মা হওয়ার কথা নিয়ে ভাবছিলেন। বিষয়টি অনেক আগেই থেকেই আলোচনায় ছিল। আর এর প্রধান কারণ তাঁর বয়স।

এই বছর ১৫ মার্চ আলিয়া ২৯ বছর পূর্ণ করেছেন। আর রণবীর কাপুর ২৮ সেপ্টেম্বর তাঁর ৪০তম জন্মদিন উদযাপন করবেন। বয়স প্রসঙ্গে রণবীরের বক্তব্য যে তিনি ভাবতে শুরু করেছিলেন যে তিনি তাঁর বাচ্চাদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট ফিট থাকবেন কি না, কারণ যখন তাঁরা প্রাপ্তবয়স্ক হবে, তিনি বৃদ্ধ হয়ে যাবেন। রণবীরের এই কথা মনে করিয়ে দিচ্ছে ঋষি কাপুরের পুরোনো এক সাক্ষাৎকারের কথা। যেখানে তিনি বলেছিলেন, “রণবীর এখন ৩৫, আর এটাই সঠিক সময় বিয়ে করার। আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ছিল ২৭। আমি আমার সন্তানদের সঙ্গে যথেষ্ট সময় কাটানোর সুযোগ পেয়েছি। রণবীর এখনই বিয়ে না করলে ও ওর বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করার যথেষ্ট সময় পাবেন না”।

৩৫-এ বাবা পরামর্শ দিয়েছিলেন, এখন তো ৪০ রণবীরের। বাবার কথাই মনে হয় মাথায় আসে তাঁর।  বাণী কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে  স্মরণ করেছিলেন যে তিনি যখন রণবীরের সঙ্গে ‘শামশেরা’ ছবির শুটিং করছিলেন, তখন তিনি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, “আপনি কখন মনে করেন যে আপনি কোন বয়সে বাচ্চা নিতে চান? উত্তরে রণবীর বলেছিলেন যে লোকজন এই চিন্তাভাবনা শুরু করেন, যখন তাঁরা তাঁদের ৪০তম জন্মদিনের দিকে এগিয়ে যাচ্ছেন, এমনও হয় যখন একজন মানুষ ৪০-এর কাছাকাছি হয়, তখন এই জিনিসগুলোও ভাবতে শুরু করেন যে আমার সন্তানের যখন ২০ হবে, আমার ৬০ হবে। আমি কি তাঁদের সঙ্গে কোনও খেলাধুলা করতে পারব, কোনও ট্রেকে যেতে পারব?”

‘শামশেরা’-র পরিচালক করণ মালহোত্রাও প্রায় একই কথা জানিয়েছেন যে রণবীর তাঁকে আড়াই বছর আগে বলেছিলেন যে তিনি খুব শীঘ্রই সন্তান নিতে চান। পরিচালক বলেন, “বাবা হওয়ার ব্যাপারে তাঁর উদ্দীপনা অন্যরকম। আমার মনে আছে যখন আমরা তাঁকে বলেছিলাম যে আমাদের একটি সন্তান আছে। তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘অভিনন্দন। আমিও খুব তাড়াতাড়ি বাবা হব।’ তাঁর উৎসাহ ছিল অন্য রকম।” আলিয়া লন্ডনে তাঁর হলিউড ডেবিউ ‘হার্ট অফ স্টোন’ ছবির শুটিংয়ে ছিলেন যখন তিনি জনসাধারণের কাছে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলে। এখন মুম্বইতে ফিরে এসেছেন। গত সপ্তাহে রণবীর তাঁকে নিতে বিমানবন্দরে গিয়েছিলেন। আপাতত বাবা হওয়ার খুশি সঙ্গে প্রায় ৪ বছর পর ‘শামশেরা’ ছবি মুক্তির জন্য অপেক্ষা করছেন রণবীর, যা ২২ জুলাই সিনেমা হলে আসবে।

Next Article