বেঙ্গালুরু: অভিনেতার ছেলে হলেও লাইট, অ্যাকশন, ক্যামেরার থেকে শতহাত দূরে আর মাধবনের ছেলে বেদান্ত। ১৬ বছরের বেদান্ত জাতীয় স্তরের সাঁতারু। সাঁতারের সাফল্যে অতীতে একাধিকবার শিরোনামে উঠে এসেছে বেদান্ত। হয়তো অভিনেতার ছেলে বলে প্রচারের আলো বেশি করে পড়ে তার উপর। তবে বেদান্তের প্রতিভা নিয়ে সন্দেহের অবকাশ নেই। জুনিয়র ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতল সে। ১৫০০ মিটার ফ্রিস্টাইল শেষ করে ১৬:০১:৭৩ সেকেন্ডে। এরই সঙ্গে নতুন জাতীয় রেকর্ড গড়েছে বেদান্ত। ২০১৭ সালে ১৬:০৬:৪৩ সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছিল অদ্বৈত পেজ। ছয়বছর পর সেই রেকর্ড ভেঙে চুরমার বেদান্তের পারফরম্যান্সে।
মহারাষ্ট্রের তরফে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বেদান্ত মাধবন। আর মাধবনের ছেলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কর্নাটকের আনন্দ ভেঙ্কটেশ এবং বাংলার শুভজিৎ গুপ্তর। কর্নাটকী সাঁতারু দ্বিতীয় স্থানে শেষ করে। ১৫০০ মিটার ফ্রিস্টাইল আনন্দ শেষ করে ১৬:২১:৯৮ সেকেন্ডে। তৃতীয় হয়েছে বাংলার শুভজিৎ। ব্রোঞ্জ পদক জয়ী শুভজিৎ শেষ করেছে ১৬:৩৪:০৬ সেকেন্ডে। অন্য দিকে ৪০০ মিটার ফ্রিস্টাইল মেয়েদের বিভাগে কর্নাটকের হর্ষিকা রামচন্দ্রন ৪:২৯:২৫ সেকেন্ডে নতুন মিট রেকর্ড গড়েছে। দ্বিতীয় স্থানে কর্নাটকের সাঁতারু তেরাক রুজুলা। তিন বছর আগে অপেক্ষা ফার্নান্ডেজ (২:২৩:৬৭) রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ে সোনার পদক জিতেছে হর্ষিকা।
Never say never . ???❤️❤️?? National Junior Record for 1500m freestyle broken. ❤️❤️??@VedaantMadhavan pic.twitter.com/Vx6R2PDfwc
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 17, 2022
৪৮তম জুনিয়র ন্যাশনাল সাঁতার চ্য়াম্পিয়নশিপে ছেলের সাফল্যে গর্বে বুক ভরে যাচ্ছে অভিনেতার। টুইটারে প্রতিযোগিতার মুহূর্তের ভিডিও শেয়ার করে ‘থ্রি ইডিয়টস’এর ফারহান কুরেশি লিখলেন, “কখনও না বলো না। ভেঙে গেল ১৫০০ মিটার ফ্রিস্টাইলে জাতীয় জুনিয়র রেকর্ড।” ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ধারাভাষ্যকারের গলায় শোনা যাচ্ছে বেদান্তের রেকর্ড ভাঙার কীর্তির কথা। টুইটে ছেলেকে ট্যাগ করে ভালোবাসা এঁকে দিয়েছেন অভিনেতা। ছেলের সাফল্যে কতটা গর্বিত তা এই টুইটেই স্পষ্ট। গত এপ্রিলে কোপেনহেগেনে অনুষ্ঠিত ড্যানিশ ওপেনে ছেলেদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিল বেদান্ত।