Bangla NewsPhoto gallery First picture of woman who brought Mo Farah into UK with falsified visa
Mo Farah: মো ফারাহকে পাচার, প্রকাশ রহস্য নারীর ছবি
ব্রিটিশ অ্যাথলিট, চার বারের অলিম্পিক চ্যাম্পিয়ন মো ফারাহ। সম্প্রতি দাবি করেছিলেন, তাঁকে কোনও এক মহিলা জাল ভিসায় পাচার (Traffiking) করে এনেছিলেন যুক্তরাজ্যে। ছোটবেলায় বাড়ির পরিচারকের (Child Labour) কাজে লাগানো হয়েছে, বলেছেন মো। কোন রহস্য নারী মো ফারাহকে পাচার করে এনেছিলেন, সামনে এল তাঁর ছবি। নাম নিমকো ফারাহ। যদিও তিনি দাবি করেছেন, মো-কে বাড়ির পরিচারকের কাজে লাগানোর তথ্য সঠিক নয়।