Bobby Deol: ববির এ কেমন আচরণ, ভিডিয়ো দেখে রে-রে করে উঠল নেটদুনিয়া

Animal: কিন্তু ববি দেওয়ালের এমন আচরণ মোটেও তা ভাল চোখে দেখলো না নেট দুনিয়া। এক অ্যাকশন ছবি অধিকাংশটাই নির্ভর করে এই স্টান্ট ম্যানদের উপর। তাঁদের অ্যাকশন দৃশ্যে অবদার অনস্বীকার্য। আর ঠিক সেই কারণেই ববির এই আচরণ মানতে পারলেন না নেটপাড়া।

Bobby Deol: ববির এ কেমন আচরণ, ভিডিয়ো দেখে রে-রে করে উঠল নেটদুনিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 10:00 AM

রণবীর কাপুরের আসন্ন ছবি অ্যানিম্যাল এখন চর্চায়। যার ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। আর সেখানে রণবীর কাপুরের পাশাপাশি চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেতা ববি দেওয়াল। এখানে তাঁকে মূলত ভিলেন রূপেই প্রাথমিকভাবে দেখা গিয়েছে। এবার এই অ্যানিম্যাল ছবির শুটিং সেট থেকেই এবার ভাইরাল হল ছবির এক দৃশ্য। যা নিয়ে রীতিমত চর্চা তুঙ্গে। একটি অ্যাকশন ছবি নির্ভর করে অনেকটাই স্ট্যান্টম্যানদের উপর। নিত্য নতুন কায়দায় জীবনের ঝুঁকি নিয়ে যে অ্যাকশন দৃশ্যে তাঁরা অভিনয় করেন, তা ছবিকে আরও টানটান করে তোলে । ফলে অনেক অভিনেতাই তাঁদের সমান মর্যাদাও সম্মান দিয়ে থাকেন। কিন্তু এবার কী করলেন ববি দেওয়াল? অনেকেই যেন বিষয়টাকে সহজভাবে গ্রহণ করতে পারছেন না।

এক অ্যাকশন দৃশ্যে শুটিং করতে দেখা গেল তাঁকে, তাঁর বিপরীতে দাঁড়িয়ে ছিলেন ছবির এক স্ট্যান্টম্যান। ছবির স্ক্রিপ্ট অনুযায়ী ববি দেওয়াল তাঁকে মারেন এবং তিনি এক কাঠের টেবিল ভেঙে মাটিতে পড়ে যান। এরপরই শুটিংয়ের ওই অংশের দৃশ্য শেষ হয়ে যায়। কিন্তু শুটিং শেষ হলেও ববি দেওয়াল সেই স্টান্ডমানকে মাটি থেকে তোলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না। আর এই দৃশ্য দেখেই ববি দেওয়ালকে নিয়ে কটাক্ষের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে শাহরুখ ভক্তরা লিখলেন শাহরুখ খান হলে এমনটি করতেন না, অন্যদিকে ববি দেওয়ালকে নিয়ে প্রশ্ন তুলছেন অপর শ্রেণি। অতীতে এমন অনেক স্টারকেই দেখা গিয়েছে যাঁরা স্টান্টম্যান প্রতি সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু ববি দেওয়ালের এমন আচরণ মোটেও তা ভাল চোখে দেখলো না নেট দুনিয়া। এক অ্যাকশন ছবি অধিকাংশটাই নির্ভর করে এই স্টান্ট ম্যানদের উপর। তাঁদের অ্যাকশন দৃশ্যে অবদার অনস্বীকার্য। আর ঠিক সেই কারণেই ববির এই আচরণ মানতে পারলেন না দর্শকেরা।

Stuntmen are very underrated and unappreciated. Didn’t like that Bobby didn’t give a hand to the guy after the cut. byu/humbhihaijoshmai inBollyBlindsNGossip