Sreyash Talpade: ইনি কি অটল বিহারী বাজপেয়ী না শ্রেয়াস তালপাডে, পোস্টারে বোঝা দায়!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 27, 2022 | 6:54 PM

Emergancy: শ্রেয়াসকে পেয়ে দারুণ খুশি কঙ্গনা রানাওয়াত। তিনি মনে করেন শ্রেয়াসই অটল বিহারী বাজপেয়ীকে পর্দায় জীবন্ত করে তুলতে পারবেন।

Sreyash Talpade: ইনি কি অটল বিহারী বাজপেয়ী না শ্রেয়াস তালপাডে, পোস্টারে বোঝা দায়!
শ্রেয়াস তালপাডে।

Follow Us

বুধবার (২৭.০৭.২০২২) সকালের চমক। বেরিয়ে এল দারুণ এক অভিনেতার একটি ছবির লুক। মাস খানেক আগেও সেই অভিনেতা একটি তেলুগু ছবিতে ডাবিং করে আলাদাভাপবে আকর্ষণ কুড়িয়েছিলেন। তেলুগু ছবির নাম ছিল ‘পুষ্পা: দ্য রাইজ়’। দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত পুষ্পার হিন্দি ডাবিং করেছিলেন শ্রেয়াস তালপাডে। সর্বত্র প্রশংসিত ও প্রতিভাবান হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে খুব একটা কাজের সুযোগ পাননি শ্রেয়াস। সেই নিয়ে তাঁর আক্ষেপও প্রকাশ করেছিলেন অতীতে। কিন্তু কে না জানে, সবুরে মেওয়া ফলে। শ্রেয়াস এমন এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন, যে চরিত্রে তাঁর লুক দেখে সকলেই অবাক। কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবিতে শ্রেয়াসকে দেখা যাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীয়ের চরিত্রে। সেই ছবিতেই কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। তাক লাগিয়েছে তাঁদের দু’জনের লুক। কঙ্গনার লুক প্রকাশের দিনও হইচই হয়েছিল। আজ পালা শ্রেয়াসের।

ছবিতে তাঁর লুক পোস্টার শেয়ার করে শ্রেয়াস লিখেছেন, “আমজনতার প্রিয়, সাচ্চা দেশপ্রেমী, দূরদর্শী এক ব্যক্তি, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীয়ের জীবনকে পর্দায় ফুটিয়ে তুলতে পেরে আমি গর্বিত। আমি আশা করছি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব।”

ইমার্জেন্সির পরিচালক ও প্রযোজক দুই-ই কঙ্গনা রানাওয়াত নিজে। ইন্দিরা গান্ধী যখন প্রধান মন্ত্রী হয়েছিলেন, সে সময় অটল বিহারী বাজপেয়ী একজন ঝকঝকে তরুণ নেতা ছিলেন। তিনিও ইমার্জেন্সি সময়কারই হিরো। জানিয়েছেন কঙ্গনা। শ্রেয়াসকে সেই চরিত্রে পেয়ে কঙ্গনা ভীষণই খুশি। বলেছেন, “শ্রেয়াস অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। এই চরিত্রের জন্য আমরা তাঁর মতোই এক প্রতিভাবানকে খুঁজছিলাম।”

Next Article