অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ভাল-মন্দ সব রকম খবর রয়েছে সোশ্যাল মিডিয়াতে। মুক্তির আগে থেকেই ছবি চর্চায়। কখনও ছবির কোনও বিষয় হচ্ছে ট্রোলড (রণবীরের জুতো পরে মন্দিরের ঘণ্টা বাজানো, সদ্য মুক্তি পাওয়া গান ‘কেসরিয়া’ নিয়েও নানা কথা হচ্ছে।), তো কখনও আবার প্রশংসিতও হচ্ছে। ‘ব্রহ্মাস্ত্র-পার্ট ১: শিবা’ মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর। হাতে রয়েছে বেশ কিছুটা সময়। এর মধ্যে আর কী কী হবে ছবি নিয়ে, সেটা সময় বলবে। তবে প্রথম ছবি মুক্তির আগেই খবর ছিল অয়ন ছবিটি আরও দুটো পার্টে আনবেন। রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত এই ছবিতে অভিনেতা, যাঁদের এখনও দেখা যায়নি ট্রেলারে, শুধু হাল্কা আভাস রয়েছে সেই নিয়েও নানা জল্পনা চলছে। তার মধ্যে প্রধান দুটি নাম দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খান। ট্রেলারের কিছু ঝলকে দেখে অনুমান করা হচ্ছে এই দুই অভিনেতা আছেন ছবিতে।
সেই সব অনুমান এখন অতীত। কারণ দীপিকা থাকছেন অয়ন মুখোপাধ্যায়ের ছবিতে। এমনটাই দাবি করেছে পিঙ্কভিলা ওয়েব সাইট। তাঁরা নিজেদের সোশ্যাল পেজে দাবি করেছেন ‘ব্রহ্মাস্ত্র-পার্ট ২’ ছবিতে অভিনয় করছেন দীপিকা। প্রযোজক সংস্থার সঙ্গে নাকি স্বাক্ষরও হয়ে গিয়েছে। তাদের সূত্র অনুসারে, ‘ব্রহ্মাস্ত্র ২’ দুটি মূল চরিত্রের গল্প নিয়ে তৈরি হবে – মহাদেব এবং পার্বতী। খবর হচ্ছে পরিচালক-প্রযোজকরা পার্বতীর চরিত্রে অভিনয় করানোর জন্য রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের ডেট নিয়ে নিয়েছেন। এটাও খবর যে, দীপিকা ‘ব্রহ্মাস্ত্র’-এর শেষের দিকে একটি ক্যামিও করবেন, যা শেষ পর্যন্ত ছবির পরবর্তী কাহিনির ইঙ্গিত দেবে। সূত্র আরও যোগ করেছে যে অভিনেত্রী ইতিমধ্যেই ‘ব্রহ্মাস্ত্র-পার্ট ১: শিবা’-র সেই দৃশ্যের জন্য শ্যুট করেছেন।
নির্মাতারা মহাদেবের চরিত্রে অভিনয় করার জন্য একজন রণবীর কাপুরকেও লক করেছেন। ছবির প্রথম অংশতেও ঈশার আর এক নাম পার্বতী তার উল্লেখ ‘কেসরিয়া’ ছবির গানের মধ্যে করা হয়েছে। “সমস্ত চরিত্রগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত। এটি অয়নের নিজস্ব মহাবিশ্ব ভারতীয় পৌরাণিক কাহিনীর গভীরে লেখা। বিষয়টি বিশ্ব সিনেমা আগে যা দেখেনি সেই কাহিনি শোনাবে,” সূত্র যোগ করেছে। শিব এবং পার্বতী তিনটি অংশেই থাকবেন ভিন্ন ভিন্নরূপে বোঝাই যাচ্ছে। পার্বতীরূপে অভিনেত্রীরা পরিবর্তিত হতে থাকবেন সম্ভবত। শাহরুখ খানও ‘ব্রহ্মাস্ত্র ১’ ছবিতে একটি ক্যামিও করছেন। তাঁকে কিছু বিশেষ সুপারপাওয়ার এবং একটি বড় অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলেই খবর।
অবশ্য ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যত অনেকটাই নির্ভর করে রয়েছে প্রথম অংশটি দর্শকরা কীভাবে নিচ্ছেন তার উপর। অয়নের কাছে বর্তমানে পার্ট ২ এবং ৩ এর ব্লুপ্রিন্ট প্রস্তুত রয়েছে এবং যদি প্রথম অংশটি সফল হয় তবে ২০২৩ সালের শেষ নাগাদ তিনি দ্বিতীয়টি ফ্লোরে নিয়ে যাবেন। তবে সবটাই নির্ভর করছে প্রথম অংশের ফলাফলের উপর। ‘ব্রহ্মাস্ত্র’ ৯ সেপ্টেম্বর ২০২২ সালে বড় পর্দায় আসছে। হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় – একাধিক ভাষায় মুক্তি পাবে ছবি। ভারতীয় সিনেমার অন্যতম বড় রিলিজ হতে চলেছে এটি।