Brahmastra Box Office: মোট আয়ের সংখ্যা বাড়িয়ে বলছে ‘ধর্ম’? ‘ব্রহ্মাস্ত্র’-এর মোট আয় নিয়ে হুলুস্থুল

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 14, 2022 | 11:00 AM

Brahmastra: সোমবার ধর্ম প্রযোজনা সংস্থার তরফে জানান হয়েছিল, ছবিটি সপ্তাহান্তে ২২৫ কোটি টাকার ব্যবসা করেছে। কিন্তু এই হিসেব 'নেট হিসেব' নয় বলেই খবর।

Brahmastra Box Office: মোট আয়ের সংখ্যা বাড়িয়ে বলছে ধর্ম? ব্রহ্মাস্ত্র-এর মোট আয় নিয়ে হুলুস্থুল
'ব্রহ্মাস্ত্র'-এ শাহরুখ।

Follow Us

কত কোটির ব্যবসা করেছে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’? বক্স অফিসে আয় নিয়ে চলছে জোর আলোচনা। ১০০কোটি যে সপ্তাহান্তে ছাপিয়ে ফেলেছিল ছবিটি সে খবর সোমবারই জানা গিয়েছিল। কিন্তু কঙ্গনা রানাওয়াত সহ অনেকেরই অভিযোগ এই ছবির অন্যতম প্রযোজক করণ জোহর বক্স অফিসের যে অঙ্ক শেয়ার করছেন তা নেট অঙ্ক নয়। তাতে করে হিসেব হচ্ছে না স্পষ্ট। তবে এতদসত্ত্বেও ছবিটি যে মোটের উপর ভালই পারফর্ম করছে সে ব্যাপারে হল মালিকেরা একমত। সপ্তাহের প্রথম কাজের দিন অর্থাৎ সোমবারও এই ছবি খুব একটা খারাপ ফল করেনি। কাজের দিন বলে শনি ও রবিবারের তুলনায় টিকিট অনেকটাই কম বিক্রি হলেও বক অফিস ইন্ডিয়া জানাচ্ছে এই ছবি সোমবার অর্জন করেছে ১৬ কোটি ২৫ লক্ষ টাকার কাছাকাছি। শুধুমাত্র হিন্দি ভাষা থেকেই এই ছবির আয় হয়েছে ১৪ কোটি ২৫ লক্ষ। বাকি ২ কোটি আয় হয়েছে তামিল-তেলুগু সহ আঞ্চলিক ভাষার থেকে।

সোমবার ধর্ম প্রযোজনা সংস্থার তরফে জানান হয়েছিল, ছবিটি সপ্তাহান্তে ২২৫ কোটি টাকার ব্যবসা করেছে। কিন্তু এই হিসেব ‘নেট হিসেব’ নয় বলেই খবর। তবে বলিউড হাঙ্গামার তরফে জানান হয়েছে, ভারতের এই ছবি সোমবার অবধি ১৪৩ কোটি টাকা আয় করেছে। আর বিশ্ব বাজারে ওই ছবির আয় ৬৫ কোটি। বিশ্ব বাজারে এই ছবির বাণিজ্য আপাতভাবে ভালই। বলিউডের ইতিহাসে এখনও পর্যন্ত পদ্মাবত সবচেয়ে ভাল ফল করেছে। এরপরেই রয়েছে আমির-ক্যাটরিনার ‘ধুম ৩’। রয়েছে সলমন খানের ‘সুলতান’, শাহরুখ খানের ‘দিলওয়ালে’ ও আমির খানের ‘দঙ্গল’। এর পরেই রয়েছে অয়নের এই ছবিটি। অন্যদিকে রণবীর কাপুরের কেরিয়ারের নিরিখেও এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত মাত্র দুটি ছবিই ১৫০ কোটি ছাড়িয়েছে। তা হল ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও অপরটি ‘সঞ্জু’। এখনও পর্যন্ত ‘ব্রহ্মাস্ত্র’ যে ভাবে পারফর্ম করছে তাতে খুব শীঘ্রই এই ছবিও ১৫০ কোটি ছাপিয়ে যাবে বলেই ইঙ্গিত।

ছবিটি নিয়ে সমালোচকদের তরফে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে যেমন নেটিজেনরা ভিএফএক্সের প্রশংসায় পঞ্চমুখ। ঠিক তেমনই অনেকেরই মতে এ ছবির চিত্রনাট্য খুবই দুর্বল। তবে সে যাই হোক না কেন, বক্স অফিসে রীতিমতো ছাপ ফেলছে এই ছবি। ব্লকবাস্টার আখ্যা পেতে এখন শুধু সময়ের অপেক্ষা।

Next Article