সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যু তাঁর ভক্তদের এবং সমগ্র সিনেমা জগতের মানুষের কাছে একটা বড় ধাক্কা ছিল। তাঁর মৃত্যুর পর ২ বছর হয়ে গিয়েছে এবং ভক্তরা প্রায়ই তাঁর মৃত্যুর জন্য বলিউডকে দায়ী করে। সম্প্রতি সুশান্তের বোন মিতু সিং ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মুক্তির বিষয়ে কথা বলে একটি পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সেই পোস্টে বলিউডকে পরোক্ষভাবে কটাক্ষ করেন তিনি। মিতু তাঁর ভাই সুশান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “সুশান্তের ব্রহ্মাস্ত্র এই বলিউডকে ধ্বংস করার জন্য যথেষ্ট। বলিউড সর্বদা জনসাধারণকে নির্দেশ দিতে চেয়েছে, পারস্পরিক শ্রদ্ধা এবং নম্রতা দেখাতে কখনও থামেনি”।
তিনি আরও যোগ করেছেন, “আমরা কীভাবে এমন লোকদেরকে আমাদের দেশের মুখ হতে দেব যা নৈতিক মূল্যবোধে এত সমৃদ্ধ? দাম্ভিকতার মাধ্যমে জনগণের ভালবাসা জয়ের তাঁদের দুঃখজনক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গুণ এবং নৈতিক মূল্যবোধই একমাত্র জিনিস যা প্রশংসা এবং সম্মান অর্জন করবে”।
পরিচালক বিবেক অগ্নিহোত্রী সম্প্রতি মতামত দিয়েছিলেন যে ব্রহ্মাস্ত্রের মুক্তির কারণে পিভিআর এবং আইনক্সের মতো সিনেমা হলগুলোর চেইন নাকি কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মিডিয়া রিপোর্ট দাবি করেছে। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ যেটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এই ছবি মিশ্র রিভিউ পেয়েছে তবে দুর্দান্ত বক্স অফিস কালেকশন রয়েছে। যদিও ছবিটি রণবীর এবং আলিয়ার জন্য সবচেয়ে বড় ওপেনারগুলির মধ্যে একটি। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সিনেমার পর্যালোচনাগুলি পিভিআর আর আইনক্সের মতো মাল্টিপ্লেক্সগুলো চেইনে মন্দা সৃষ্টি করেছে। স্পষ্টতই শুক্রবার মার্কেট ক্যাপটালাইজেশনে সিনেমা চেইনগুলি প্রায় 800 কোটি টাকা হারিয়েছে। তাঁর টুইটার নিয়ে বিবেক একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “সমস্যা হল বলিউডে সব কিছু নকলের উপর চলে। এবং কেউই জবাবদিহি করতে পারে না। কোনও শিল্পই টিকে থাকতে পারে না যেটি গবেষণা ও উন্নয়নে ০% বিনিয়োগ করে এবং তারকাদের জন্য ৭০-৮০ কোটি অর্থ অপচয় করে।”