কত কোটির ব্যবসা করেছে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’? বক্স অফিসে আয় নিয়ে চলছে জোর আলোচনা। ১০০কোটি যে সপ্তাহান্তে ছাপিয়ে ফেলেছিল ছবিটি সে খবর সোমবারই জানা গিয়েছিল। কিন্তু কঙ্গনা রানাওয়াত সহ অনেকেরই অভিযোগ এই ছবির অন্যতম প্রযোজক করণ জোহর বক্স অফিসের যে অঙ্ক শেয়ার করছেন তা নেট অঙ্ক নয়। তাতে করে হিসেব হচ্ছে না স্পষ্ট।
তবে এতদসত্ত্বেও ছবিটি এতদিন ভাল ফল করলেও পঞ্চম দিনে ছবির ভাগ্যে বিপর্যয়। মুক্তির পর প্রথম মঙ্গলবারে টিকিট বিক্রি ১৫ শতাংশ হ্রাস পেয়েছে বলেই জানা যাচ্ছে বলিউড হাঙ্গামা মারফৎ। ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার ছবিটির ১৩ কোটি ২৫ লক্ষ টাকার বিক্রি হয়েছে। এই যদি হয় গ্রস হিসেব তবে নেট হিসেব যে আরও কিছুটা কম, তা বলাই বাহুল্য। আর সেই নেট হিসেবের কথা মাথায় রেখেই বক্স অফিস ইন্ডিয়ার এক রিপোর্ট জানাচ্ছে, পঞ্চম দিন অর্থাৎ মঙ্গলবার ওই ছবি আয় করেছে ১১ কোটি ২৫ লক্ষ টাকা। তবে এই আয় হয়েছে শুধুমাত্র ছবিটির হিন্দি ভার্সন থেকে। তাঁদের মতে, ছবিটিকে আবারও রেকর্ড বিক্রির কাছাকাছি পৌঁছে দিতে পারে ‘ফ্যামিলি অডিয়েন্স’ আর ‘মাল্টিপ্লেক্সে রেভিনিউ’। প্রথম তিন দিনেই এই ছবি আয় করেছিল প্রায় ১২০ কোটির মতো। আর পঞ্চম দিন পার হতেই এই ছবিতে ভারতে ১৫০ কোটির মতো আয় করে ফেলেছে বলেই জানা যাচ্ছে। তবে ছবির বাজেট যেহেতু ৪১০ কোটি টাকা তাই আরও বেশ কিছুদিন যে প্রেক্ষাগৃহে এই ছবির ভাল পারফর্মম্যান্স ভীষণ ভাবে জরুরি, সে কথা স্বীকার করে নিচ্ছেন নির্মাতারাও।
অন্যদিকে রণবীর কাপুরের কেরিয়ারের নিরিখেও এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কেরিয়ারে এতদিন পর্যন্ত মাত্র দুটি ছবিই ১৫০ কোটি ছাড়িয়েছিল। তা হল ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও অপরটি ‘সঞ্জু’। এবার সেই তালিকায় যুক্ত হল ‘ব্রহ্মাস্ত্র’-এর নামও। ছবিটি নিয়ে সমালোচকদের তরফে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে যেমন নেটিজেনরা ভিএফএক্সের প্রশংসায় পঞ্চমুখ। ঠিক তেমনই অনেকেরই মতে এ ছবির চিত্রনাট্য খুবই দুর্বল। সমালোচনার মাঝেই ছবিটির পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন ছবির সাফল্যে তিনি খুশি। আসবে দ্বিতীয় পর্বও। ‘ব্রহ্মাস্ত্র’ তৈরিতে সময় লেগেছিল আট বছর, তবে দ্বিতীয় পর্ব ২০২৫-এর মধ্যেই তৈরি করতে পারবেন বলে মনে করছেন অয়ন।