মানুষের পাশে থেকেছেন বলিউডের ‘ভাইজান’। করোনার পাশে বহিু দুঃস্থ মানুষের জন্য বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। কিছুদিন আগে শ্রমিক ইউনিয়নের বিভিন্ন বিভাগীয় কর্মীদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা ট্রান্সফার করেছেন। সে-ই সলমনের খানের নামে উঠল প্রতারণার অভিযোগ। শুধু একা সলমনের বিরদ্ধেই নয়, প্রতারণার অভিযোগ উঠছে সলমন খান, বোন আলভিরা অগ্নিহোত্রি খান সহ আরও ৬ জন ব্যক্তির বিরুদ্ধে। আগামী ১৩ জুলাই মঙ্গলবারের মধ্যে তাঁদের কাছে জবাব চাওয়া হয়েছে।
ব্যবসায়ীর অরুণ গুপ্তা নামে এক ব্যবসায়ী এই অভিযোগ দায়ের করেছেন। অরুণের অভিযোগ, তিনি ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের জন্য তিন কোটি টাকা দিয়ে একটি এক্সক্লুসিভ শোরুম খোলেন।তাঁকে বলা হয় সলমন খান নিজে আসবেন তাঁর স্টোরে। তবে ভাইজান আসেননি। পরিবর্তে শ্যালক আয়ুশ শর্মা এসেছিলেন তাঁর স্টোরে। বছর দুয়েক বাদেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। তিনি বলেন, “সলমন খানের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে ডেকে পাঠানো হয়েছিল আমাকে। তিনি আমাকে কথা দেন. তারপর দেড় বছর কেটে গেল, আমি কিচ্ছু পাইনি। সলমন আমার চিঠিরও উত্তর দেননি।” টাকা নেওয়ার পরও দোকানে জিনিসপত্র পাঠানো হয়নি—‘বিয়িং হিউম্যান জুয়েলারি’ বিরুদ্ধে অভিযোগ অরুণের। তাই বাধ্য হয়েই ২০২০ সালে সেই দোকানটি বন্ধ করে দেন তিনি।
এমতাবস্থাতেই চণ্ডীগড় পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী। এসপি কেতন বনসাল বলেন, “তাঁদের জবাব দেওয়ার জন্য ১৩ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিছু অপরাধ ঘটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”