Pathaan: এবার ‘বেশরম রং’ গাওয়া হল গজলে, তৈরি করলেন এক বাঙালি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 09, 2023 | 2:08 PM

Besharam Rang: শ্রোতাদের প্রতিক্রিয়া দেখে সৌম্য মুখোপাধ্যায়ের মনে হয়েছে, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন যদি তা শোনেন তাঁদেরও ভাল লাগবে।

Pathaan: এবার বেশরম রং গাওয়া হল গজলে, তৈরি করলেন এক বাঙালি
ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল শাহরুখ খানের অভিনয় সফর। সাল ১৯৮৮, একের পর এক সিরিয়ালে দেখা গিয়েছিল দিল্লি থেকে আসা এই তরুণ অভিনেতাকে।

Follow Us

যতই গানকে ঘিরে বিতর্ক তৈরি হোক না কেন, ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ কিন্তু বিপুল জনপ্রিয়তা লাভ করেছে শ্রোতাদের মধ্যে। চার্ট বাস্টারে জায়গা করে নিয়েছে এই গান। বছরের সবচেয়ে জনপ্রিয় গানের তকমা পেয়েছে। এবার গানের মুকুটে জুড়ল নয়া পালক। গানের গজল ভার্সন তৈরি করেছেন বাঙালি সৌম্য মুখোপাধ্যায়। শ্রোতারা বলছেন, আসল গানের চেয়েও নাকি সুরেলা শুনতে হয়েছে ‘বেশরম রং’-এর এই গজল সংস্করণ। শ্রোতাদের প্রতিক্রিয়া দেখে সৌম্য মুখোপাধ্যায়ের মনে হয়েছে, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন যদি তা শোনেন তাঁদেরও ভাল লাগবে।

১২ ডিসেম্বর প্রথম প্রকাশিত হয় ‘বেশরম রং’ গানের ভিডিয়ো। এবং তারপর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না। মূলত দুটি বিষয় নিয়ে তৈরি হয় বিতর্ক। এক নম্বর বিতর্ক – গানে নাচের সঙ্গে গেরুয়া রঙের অতিস্বল্প বিকিনি পরতে দেখা যায় দীপিকাকে। কেবল গেরুয়া নয়, সবুজ বিকিনিও পরেছেন দীপিকা। তা নিয়ে নানা মহলে আপত্তি ওঠে। দু’নম্বর বিতর্ক শাহরুখ খানের সঙ্গে দীপিকার মাখোমাখো কেমিস্ট্রি অনেকের ভাল লাগেনি।

‘পাঠান’ এবং ‘পাঠান’ ছবির গান আপত্তির কারণ হয়েছে সেন্সর বোর্ডের কাছে। গানে বিকিনির গেরুয়া রং এবং ছবিতে বেশ কিছু বিষয় পরিবর্তন করতে বলা হয়েছে সেন্সর বোর্ডের তরফ থেকে। ছবি মুক্তির আগে তা সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে নির্মাতাদের।

২০২৩ সালের ২৫ জানুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান’। এই ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামের মতো তারকারা। শাহরুখের ‘জ়িরো’ মুক্তি পাওয়ার চার বছর পর ছবি মুক্তি পাচ্ছে তাঁর। বেশ লম্বা একটি বিরতির পর সিলভার স্ক্রিনে ফিরছেন কিং খান। তাই শুরু থেকেই এই ছবিকে ঘিরে উত্তেজনা অনেকটাই অনুরাগীদের মধ্যে। ছবিতে জন আব্রাহামকে দেখা যাবে খলনায়কের চরিত্রে।

ছবি মুক্তির আগেই বিতর্ক তুঙ্গে। ছবি কতখানি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে, তা অবশ্য সময় বলবে। এর জন্য প্রতীক্ষা ২৫ জানুয়ারি পর্যন্ত।

Next Article