বাবা হতে চলেছেন রণবীর সিং। আর কিছু মাস বাকি। ছেলে চান নাকি মেয়ে? এবার নিজের পছন্দ নিয়ে অকপট রণবীর কাপুর। আসন্ন ছবি ‘শমসেরা’র প্রচারে এক টিভি চ্যানেলের কলাকুশলীরদের সঙ্গে গল্প খোশগল্পে মেতেছিলেন তিনি। সেখানেই রণবীর জানান তাঁর পছন্দ। ‘অনুপমা’ ওরফে রূপালি গঙ্গোপাধ্যায়ের কাছে অকপটের স্বীকার করেন মেয়েই পছন্দ তাঁর। চান মেয়ে সন্তানের বাবা হতে। এখানেই শেষ নয়, চান দুনিয়ার শ্রেষ্ঠ বাবা হতেও, সে কথাও জানান রণবীর।
রূপালীকে তিনি বলেন, “দুনিয়ার শ্রেষ্ঠ বাবা হওয়ার জন্য আমায় কিছু টিপস দিতে পারেন? কী করতে পারি আমায় প্লিজ বলবেন?” এঁরই পাশাপাশি কীভাবে বাচ্চাকে ধরতে হয় সে সম্পর্কেও রণবীরকে টিপস দেন রূপালী। রণবীর যোগ করেন, “সব সময় সন্তান চেয়েছি। আলিয়ার সঙ্গে সম্পর্কের শুরু থেকেই সন্তান নিয়ে কথা হত আমাদের। আমি চাই আমাদের অনেক বাচ্চা হোক। ভবিষ্যৎ নিয়ে অনেক কথা বলেছি আমরা। জানি না কী হতে চলেছে। কিন্তু আমি ভীষণ উত্তেজিত।”
কাকপক্ষীতেও টের পায়নি। পাপারাজ্জির কাছেও পৌঁছয়নি খবর। অবশেষে গত মাসের শেষে মা হওয়ার খবর জানিয়েছিলেন আলিয়া। আল্ট্রাসোনোগ্রাফির ছবি শেয়ার করে আলিয়া লিখেছিলেন, “আমাদের সন্তান, খুব শীঘ্রই আসতে চলেছে”। ছবিতে হাজির ছিলেন বাবা রণবীরও। স্ত্রীর পাশেই হাসপাতালেই তাঁকে আগলে রেখেছিলেন রণবীর। অন্তঃসত্ত্বা অবস্থাতেও যদিও কাজ ছাড়েনি আলিয়া। রবিবারই বিদেশ থেকে ফিরলেন তাঁর প্রথম হলিউড ছবির শুটিং সেরে। বিমানবন্দরে স্ত্রীকে নিয়ে হাজির ছিলেন রণবীর। আপাতত শুধুই কাউন্টডাউন। রণবীর-আলিয়ার যেন তর সইছে না। তর সইছে না তাঁদের ভক্তদেরও।
This is so cuteee ??? @TheRupali mam teaching Ranbir about handing a baby ? This Ravivaar is going to Dhamakedaar man?? Superrr excited #Anupamaa #RanbirKapoor #ravivaarwithstarparivaar pic.twitter.com/LC2T4Zp8LQ
— Anupamaa_motherland (@Anupamaamother) July 7, 2022